ঢাকামঙ্গলবার , ২৮ মার্চ ২০২৩
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

সুনামগঞ্জ সাহিত্য সংসদ এর উদ্যোগে জাতীয় গ্রণ্হাগার দিবস উদযাপিত

প্রতিবেদক
নিউজ এডিটর
১১ ফেব্রুয়ারি ২০২৩, ৮:০৭ অপরাহ্ণ

Link Copied!

মোঃ আবু সঈদ,স্টাফ রিপোর্টার :

সুনামগঞ্জ সাহিত্য সংসদ (সুসাস) এর উদ্যোগে ৫ ফেব্রুয়ারী ২০২৩ ইংরেজি জাতীয় গ্রণ্হাগার দিবস উদযাপিত হয়েছে।

“স্মার্ট গ্রণ্হাগার,স্মার্ট বাংলাদেশ”এই প্রতিপাদ্য বিষয়কে ধারণ করে সকাল সাড়ে ১০ ঘটিকায় শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে দিবসটি পালন করেছে সুনামগঞ্জ সাহিত্য সংসদ (সুসাস)।

সুনামগঞ্জ সাহিত্য সংসদ এর সভাপতি কবি ও ছড়াকার শেখ একেএম জাকারিয়া’র সভাপতিত্বে ও মিতালী বেগম তালুকদার এবং রাহমান তৈয়ব’র যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর মেয়র নাদের বখ্ত।

প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন হাসন রাজা গবেষক সামারিন দেওয়ান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ টেলিভিশন এর গীতিকার শেখ এম ওয়ারিশ,কবি ও ছড়াকার আইয়ুব বখত বাহলুল,এ্যাড. শাহ আলম মহিউদ্দিন, এ্যাড. আমিরুল হক,তাহিরপুর সাহিত্য ও সখগীত সংস্থার সভাপতি মোছায়েল আহমেদ, কবি ও সংগঠক মাসুদ আহমেদ, ইমামুল ইসলাম রানা,মামুন সুলতান,মিজানুর রহমান।

২য় পর্বে বিকালে সুনামগঞ্জ সাহিত্য সংসদ এর দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় শেখ একেএম জাকারিয়া’র সভাপতিত্বে ও কবি ও ছড়াকার ওবায়দুল হক মুন্সী’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কবি ও ছড়াকার ইয়াকুব বখত বাহলুল।

এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ টেলিভিশন এর গীতিকার শেখ এম ওয়ারিশ,কবি ও ছড়াকার আইয়ুব বখত বাহলুল, এ্যাড. শাহ আলম মহিউদ্দিন, এ্যাড. আমিরুল হক,তাহিরপুর সাহিত্য ও সখগীত সংস্থার সভাপতি মোছায়েল আহমেদ, কবি ও সংগঠক মাসুদ আহমেদ, ইমামুল ইসলাম রানা,মামুন সুলতান,মিজানুর রহমান। আরো বক্তব্য রাখেন ওবায়দুল হক মিলন,মোঃ আবু সঈদ,সাজ্জাদুর রহমান, নজরুল ইসলাম সহ অনেক।

এর আগে কেক কেটে সুসাস এর দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন করেন পৌর মেয়র নাদের বখত।
৩য় পর্বে সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্টান ও কবিতা,ছড়া পাঠের আসর অনুষ্টিত হয়।

59 Views

আরও পড়ুন

সমাজপতিদের না জানিয়ে বিয়ে করায় বাড়িতে যেতে পারছেননা নব বিবাহিত দম্পতি

দোয়ারাবাজারে ব্রিজ আছে এপ্রোচ সড়ক নেই, জনদুর্ভোগ চরমে

আল-আমীন অরূপ আবির’র কবিতা : ফুলশিশু

লোহাগাড়ায় প্রথম ধাপে শতাধিক পরিবার পেলো সিকদার ফাউন্ডেশনের ইফতার সামগ্রী

রাজশাহী মহানগর আ.লীগ সাধারণ সম্পাদক ডাবলু সরকারকে বহিস্কারের দাবিতে সমাবেশ

বেরোবিতে তরুণ কলাম লেখক ফোরামের সভাপতি মমিনুর- সাধারণ সম্পাদক হিমেল

রাজশাহী মহানগর প্রেসক্লাব: আমরা মত প্রকাশের স্বাধীনতা চাই

পাঁচ পাহাড়ে আগুন মাস পেরোলেও ব্যবস্থা নেই।

স্বাধীনতা দিবস উপলক্ষে জবিতে সাংস্কৃতিক অনুষ্ঠান

৩৭ জনকে আসামি করে মামলা :
দোয়ারাবাজারে বিজিবির উপর চোরাকারবারিদের হামলা

সম্মিলিত পাঠাগার আন্দোলনের নেতৃত্বে ছাত্তার খান ও জুলিয়াস সিজার তালুকদার

জামালপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২৩ উপলক্ষে কুচকাওয়াজ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত