ঢাকামঙ্গলবার , ২৮ মার্চ ২০২৩
  1. সর্বশেষ

ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার আদ্যোপান্ত ।

প্রতিবেদক
নিউজ ডেস্ক
১৩ ফেব্রুয়ারি ২০২৩, ৯:৫২ পূর্বাহ্ণ

Link Copied!

সাইফুল ইসলাম সুজন :ঢাবি ।

“এখানে স্বপ্নের হাতছানি, এখানেই স্বপ্নের বুনন,এখানেই বেড়ে উঠা,এখানেই আকাশছোঁয়া স্বপ্নের বাস্তবায়ন” বলছিলাম প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়কে নিয়ে।

যদি জুলিয়াস সিজারের ভাষায় বলি,বলতে হয়
“আসো, দেখো, জয় করো।

আর যদি নজরুলের ভাষায় বলি,”দুর্গম গিরি কান্তার-মরু দুস্তর পারাবার লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুশিয়ার”।

তুমি প্রস্তুত তো সেই পথ পাড়ি দিতে? প্রস্তুত তো নিজেকে প্রমাণ করতে?

আগামী ২৯ এপ্রিল,২০২৩ এ চারুকলা ইউনিটের ভর্তি পরীক্ষার মাধ্যমে শুরু হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্নাতক পূর্বশ্রণির ভর্তি কার্যক্রম। ৬ মে,কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট, ১২ মে বিজ্ঞান ইউনিট এবং ১৩ মে অনুষ্ঠিত ব্যবসা শিক্ষা ইউনিটের পরীক্ষার মাধ্যমে শেষ হবে এবারের ভর্তি লকার্যক্রম। এবার পূর্বের মতো ডি ইউনিট নেই। তবে কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে সকল ইউনিটের শিক্ষার্থীরাই অংশগ্রহণ করতে পারবে।

এবারও পূর্ণমান ১০০ তেই হবে পরীক্ষা। কলা,আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট,বিজ্ঞান ইউনিট, ব্যবসা শিক্ষা ইউনিটের ১০০ মার্কের পরীক্ষায় ৬০ এমসিকিউ ও ৪০ লিখিত অংশ থাকবে।এমসিকিউ ৬০ মার্কের জন্য প্রতিটি শিক্ষার্থী সময় পাবে ৪৫ মিনিট এবং লিখিত ৪০ মার্কের জন্য ৪৫ মিনিট সময় বিদ্যমান।চারুকলার ১০০ নম্বরেের মধ্যে সাধারণ জ্ঞান ৪০ মার্কের জন্য সময় বরাদ্দ ৩০ মিমিট + অঙ্কনের জন্য ৬০ মার্কের জন্য ৬০ মিনিট সময় পাওয়া যাবে। আসন্ন দিনগুলোতে সকাল ১১ টায় পরীক্ষা শুরু।

আসন সংখ্যা কমানোয় এবাররের ভর্তি পরীক্ষাটি আরও বেশি প্রতিযোগিতামূলক হবে বলে ধারনা করা হচ্ছে। হে অনাগত নবীন, তুমি তোমার স্বপ্নের ক্যাম্পাসের কার্জন হলের প্রতিটি লাল ইটে তোমার অতীত ঐতিহ্যকে স্মরণ করতে পারবে।,তুমি কলাভবনের বটতলায় বসে স্বাধীনতার স্বাদ নিতে পারবে।তুমি মল চত্বরে নুয়ে থাকা সবুজ ঘাসের বিছানায় শুয়ে থেকে দূর আকাশের এই দূরন্ত শঙ্খচিলের মতো নিজেকে ছাড়িয়ে যাবার স্বপ্নের পেছনে ছুটবে।সাধ্য কার? কে রুখবে তোমায়? শুধু একবার জেগে উঠো।দেখবে তুমিই বিশ্বজয়ী।

277 Views

আরও পড়ুন

সমাজপতিদের না জানিয়ে বিয়ে করায় বাড়িতে যেতে পারছেননা নব বিবাহিত দম্পতি

দোয়ারাবাজারে ব্রিজ আছে এপ্রোচ সড়ক নেই, জনদুর্ভোগ চরমে

আল-আমীন অরূপ আবির’র কবিতা : ফুলশিশু

লোহাগাড়ায় প্রথম ধাপে শতাধিক পরিবার পেলো সিকদার ফাউন্ডেশনের ইফতার সামগ্রী

রাজশাহী মহানগর আ.লীগ সাধারণ সম্পাদক ডাবলু সরকারকে বহিস্কারের দাবিতে সমাবেশ

বেরোবিতে তরুণ কলাম লেখক ফোরামের সভাপতি মমিনুর- সাধারণ সম্পাদক হিমেল

রাজশাহী মহানগর প্রেসক্লাব: আমরা মত প্রকাশের স্বাধীনতা চাই

পাঁচ পাহাড়ে আগুন মাস পেরোলেও ব্যবস্থা নেই।

স্বাধীনতা দিবস উপলক্ষে জবিতে সাংস্কৃতিক অনুষ্ঠান

৩৭ জনকে আসামি করে মামলা :
দোয়ারাবাজারে বিজিবির উপর চোরাকারবারিদের হামলা

সম্মিলিত পাঠাগার আন্দোলনের নেতৃত্বে ছাত্তার খান ও জুলিয়াস সিজার তালুকদার

জামালপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২৩ উপলক্ষে কুচকাওয়াজ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত