সাত্তার সিকদার, লোহাগাড়া (চট্টগ্রাম), প্রতিনিধিঃ
লক্ষ্মীপুরের যুবক কক্সবাজার হতে যাত্রী সেজে যাচ্ছিলো চট্টগ্রাম শহরে। লোহাগাড়ার তল্লাশি চৌকিতে ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক হয় পুলিশের হাতে।
আটক যুবক লক্ষ্মীপুর, চন্দ্রগঞ্জ থানার, দত্তপাড়া, করম দিঘীর বাড়ির মৃত জাহাঙ্গির আলমের পুত্র মোঃ শাহাদাত হোসেন(৩৫)।
থানা সূত্রে জানা যায়, ১৮ ফেব্রুয়ারী (শনিবার) বেলা সোয়া ১টার দিকে এস আই মাহফুজুর রহমানের নেতৃত্বে একটি পুলিশি টিম চট্টগ্রাম-কক্সবাজার মহা সড়কের লোহাগাড়া উপজেলার চুনতি রেঞ্জ বন কর্মকর্তার কার্যালয়ের সামনে চট্টগ্রাম অভিমুখী যাত্রীবাহী মারশা বাসে (রেজি: নং-চট্ট-মেট্টো-ব-১১-১১৮৪) তল্লাশি চালিয়ে ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ শাহাদাত হোসেনকে আটক করে।
বিষয়টি নিশ্চিত করে অফিসার ইনচার্জ আতিকুর রহমান জানান, থানা পুলিশের নিয়মিত অভিযানে শনিবার বেলা সোয়া ১ টার দিকে উপজেলার চুনতি রেঞ্জ বন কর্মকর্তার কার্যালয়ের সম্মুখে চট্টগ্রাম অভিমুখী যাত্রীবাহী মারসা বাসে তল্লাশি চালিয়ে ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ শাহাদাত হোসেনকে আটক করে থানা হেফাজতে নিয়ে আসা হয়।
আটককৃতরা মাদক কারবারি বলে জানান ওসি। তিনি আরো জানান মাদকের বিরুদ্ধে পুলিশ সোচ্চার রয়েছে, মাদকের ব্যবহার জিরো টলারেন্সে নিয়ে আসার জন্য পুলিশ কাজ করছে। গ্রেফতারকৃতর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে এবং ১৯ ফেব্রুয়ারী(রবিবার) সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।