ঢাকামঙ্গলবার , ২৮ মার্চ ২০২৩
  1. সর্বশেষ

আহমেদ হানিফের কবিতা : ভালোবাসো বুঝতে পারি

প্রতিবেদক
নিউজ এডিটর
২০ ফেব্রুয়ারি ২০২৩, ১২:৩৬ অপরাহ্ণ

Link Copied!

————

বহুদিন আগে-
তখনও বসন্তের আগমন ঘটেনি,
কোকিলের কুহুতান কিংবা ফুলে ফুলে-
প্রেমের বারতা আনেনি ফাগুন।

খুদে বার্তায় কি যেনো বলতে চেয়েছিলে,
যতনে নিজেকে সাজিয়ে,
শীতের রিক্ততা উপেক্ষায়-
আমার পানে তাকিয়ে ছিলে বুঝি।

গোপন মারফতে খোঁজ নিয়েছিলে তুমি,
বার্তা বাহকের অদূরদর্শীতায়,
তা জানতে পেরেছিলাম-
তুমি কি আমাকে জানতে চাও?

অকারণে তোমার সখীদের হাস্যরসে,
আমি বুঝতে পারি,
কতক পঙক্তির আবরণ দিয়ে-
তুমি আমাকেই ঠিক উপস্থাপন করো।

তুমি অপলকে তাকিয়ে কি খোঁজ?
ডাগর চোখের মায়াবী পরশে,
বারংবার চোখে চোখ পড়ে-
হাজারটা স্বপ্ন ঠিকই দেখতে পাই।

তুমি কি ভালোবাসো?
গল্প সাজাতে চাও-
নতুন করে বাঁচার?
তুমি কি আপন করতে চাও আমায়?

নিজেকে লুকিয়ে রাখি,
আপনার অনুভূতি মরে যায় যাক,
কবিতার শব্দ খুঁজে পাই না-
তাই তোমাকে বলতে দ্বিধায় মরি,
ভালোবাসি।

শত বণিতা ছেড়ে,
পাশে থাকার আয়োজনে,
যদি বলতে পারো ভালোবাসি-
তবে দ্বিধাহীনভাবে বলবো,
ভালোবাসি।

তোমার চোখ যুগল বলে যায়,
তুমি জানতে চাও আমায়,
তাই বোধোদয়ের জাগরণে বুঝি-
ভালোবাসো আমায়।

দু’চারি শব্দের সমাবেশে,
এই বসন্তের শুভ দিন দেখে,
জানিয়ে দিও-
ভালোবাসো তুমি দ্বিধাহীনভাবে।

60 Views

আরও পড়ুন

সমাজপতিদের না জানিয়ে বিয়ে করায় বাড়িতে যেতে পারছেননা নব বিবাহিত দম্পতি

দোয়ারাবাজারে ব্রিজ আছে এপ্রোচ সড়ক নেই, জনদুর্ভোগ চরমে

আল-আমীন অরূপ আবির’র কবিতা : ফুলশিশু

লোহাগাড়ায় প্রথম ধাপে শতাধিক পরিবার পেলো সিকদার ফাউন্ডেশনের ইফতার সামগ্রী

রাজশাহী মহানগর আ.লীগ সাধারণ সম্পাদক ডাবলু সরকারকে বহিস্কারের দাবিতে সমাবেশ

বেরোবিতে তরুণ কলাম লেখক ফোরামের সভাপতি মমিনুর- সাধারণ সম্পাদক হিমেল

রাজশাহী মহানগর প্রেসক্লাব: আমরা মত প্রকাশের স্বাধীনতা চাই

পাঁচ পাহাড়ে আগুন মাস পেরোলেও ব্যবস্থা নেই।

স্বাধীনতা দিবস উপলক্ষে জবিতে সাংস্কৃতিক অনুষ্ঠান

৩৭ জনকে আসামি করে মামলা :
দোয়ারাবাজারে বিজিবির উপর চোরাকারবারিদের হামলা

সম্মিলিত পাঠাগার আন্দোলনের নেতৃত্বে ছাত্তার খান ও জুলিয়াস সিজার তালুকদার

জামালপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২৩ উপলক্ষে কুচকাওয়াজ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত