মোঃ শিবলী সাদিক, রাজশাহী।
আজ ১৪ ফেব্রুয়ারি ২০২৩ পূর্বাহ্ণে আরএমপি’র পুলিশ লাইন্স পিওএম কনফারেন্স রুমে, সোশ্যাল মার্কেটিং কোম্পানি, রাজশাহী অঞ্চল- এর আয়োজনে আরএমপি নারী পুলিশ সদস্যদের স্বাস্থ্য সচেতনতামূলক বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্র্যাফিক)সামসুন নাহার, বিপিএম।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মুহম্মদ হাবিবুর রহমান, সিনিয়র সেলস ম্যানেজার, রাজশাহী, সোশ্যাল মাকেটিং কোম্পানি। প্রথম সেশনের প্রধান আলোচক ছিলেন ডা. মোসা: আমিনা ফেরদৌস, এমবিবিএস (রামেক), সিএমইউ, ডিএমইউ, এমপিএইচ (গ্লাসগো, ইউ, কে), মেডিকেল অফিসার, রাজশাহী সিটি কর্পোরেশন এবং দ্বিতীয় সেশনের প্রধান আলোচক ছিলেন ডা. তামান্না বাসার, এমবিবিএস, মেডিকেল অফিসার, রাজশাহী সিটি হাসপাতাল, রাজশাহী সিটি কর্পোরেশন।