ঢাকাবৃহস্পতিবার , ২৫ এপ্রিল ২০২৪
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

নওগাঁর পত্নীতলায় পল্লী বিদ্যুৎ সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

প্রতিবেদক
নিউজ এডিটর
২৮ জানুয়ারি ২০২৩, ৪:০১ অপরাহ্ণ

Link Copied!

আলহাজ্ব বুলবুল চৌধুরী, নওগাঁ জেলা প্রতিনিধি-

নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতি-২ (পবিস) এর ৭ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার পত্নীতলাস্থ নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর প্রধান কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে প্রথমেই সদস্যগণের রেজিস্ট্রেশন, পারস্পারিক যোগাযোগ ও প্রর্দশনী স্টল পরিদর্শনের পর নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর সমিতি বোর্ডের সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন পত্নীতলা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল গাফ্ফার। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ রুমানা আফরোজ, নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর নির্বাহী পরিচালক সন্তোষ কুমার সাহা, নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর উপ-পরিচালক (প্রশাসন) আব্দুল হাফিজ।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর সমিতি বোর্ডের সহ-সভাপতি পান্না আফরোজ, সচিব রিয়াজ উদ্দীন মন্ডল, কোষাধ্যক্ষ হারুন-অর রশিদ, এলাকা পরিচালক দিপক কুমার সরকার, সৈয়দ আহম্মেদ সরকার, মহিলা পরিচালক মোসাঃ নাফিস আরা, আনজুমান আরা, মনোনিত এলাকা পরিচালক মুকলেছুর রহমান, ছামছুল হক। এসময় বাপবিবো নওগাঁর নির্বাহী প্রকৌশলী (এসওডি) সৈয়দ নাফিউল ইসলাম, এলাকা পরিচালক মহাদেবপুর নজরুল ইসলাম, পত্নীতলা প্রেসক্লাব ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব বুলবুল চৌধুরী, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাঃসম্পাদক আলহাজ্ব জয়নাল আবেদীন, সমিতির সকল ডিজিএম, এজিএম ও কর্মকর্তা-কমচারীবৃন্দ, গ্রাহকবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, শেখ হাসিনার উদ্যোগ, ঘরে ঘরে বিদ্যুৎ এই মহতী স্বপ্ন ইতোমধ্যে বাস্তবায়িত হয়েছে। পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা, কর্মচারীরা ‘আলোর ফেরিওয়ালা’ হয়ে ঘরে ঘরে গিয়ে বিদ্যুৎ সেবা প্রদান করছেন। গ্রামাঞ্চলে বিদ্যুৎ সুবিধা পৌঁছার কারণে বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গীকার ‘আমার গ্রাম আমার শহর’ বাস্তবায়নের কাজ ত্বরান্বিত ও সহজতর হয়েছে। তবে কিছু সংখ্যক অসাধু ব্যক্তি অবৈধভাবে বিদ্যুৎ চুরি করে ফলে একদিকে গ্রাহক হয়রানীর শিকার হচ্ছে অন্যদিকে সমিতি আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে। এজন্য গ্রাহক সদস্যগণকে ট্রান্সফরমার চুরি রোধকল্পে সজাগ দৃষ্টি রাখার অনুরোধ করা হয়।

এসময় সভাপতি, সচিব, জেনারেল ম্যানেজার ও কোষাধ্যক্ষ নিজ নিজ বার্ষিক প্রতিবেদন পাঠ করেন। সভায় বিগত এক বছরে নিয়মিত বিদ্যুৎ বিল পরিশোধকারী বিভিন্ন পর্যায়ের গ্রাহকদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পরে সভাপতি সভার মুলতবি ঘোষণা করেন।

82 Views

আরও পড়ুন

BIIHR ও অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত: নেতৃত্বে জবি শিক্ষার্থী ফয়সাল

পেকুয়ায় বনবিভাগকে ফাঁসাতে গভীর ষড়যন্ত্রে নেমেছেন বনদস্যুরা

পেকুয়ায় বনবিভাগকে ফাঁসাতে গভীর ষড়যন্ত্রে নেমেছেন বনদস্যুরা

কুতুব‌দিয়ার ইউ‌পি চেয়ারম্যান আজমগীর কারাগা‌রে

দোয়ারাবাজারে শিশু হত্যা মামলার আসামিসহ দুই ইয়াবা কারবারি গ্রেফতার

দীর্ঘ ৮ ঘন্টায় সিরাজগঞ্জ এক্সপ্রেস এর ঢাকায় ফেরা নিয়ে যাত্রীদের ক্ষোভ

এবার কুবির আরেক সহকারী প্রক্টরের পদত্যাগ

নাগরপুরে বীর মুক্তিযোদ্ধা আলমগীর হোসেন আলো এর দাফন সম্পন্ন

দোয়ারাবাজারে বালিউড়া বাজার ব্যবসায়ী কমিটির নির্বাচন সম্পন্ন

যৌথ-বাহিনীর কেএনএফ বিরোধী অভিযান বন্ধের দাবীতে রাঙামাটিতে ইউপিডিএফ’র অবরোধের ডাক

রাজশাহীতে আদালতে যাওয়ার পথে প্রতিপক্ষের হামলায় আহত দুই বোন

রামুতে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের বাৎসরিক অগ্রগতি অবহিতকরন ও শিখন সভা সম্পন্ন।

হকনগর পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সভাপতি আনোয়ার ভুইয়া, কোষাধ্যক্ষ আলম মিয়া