ঢাকাশনিবার , ২০ এপ্রিল ২০২৪
  1. সর্বশেষ

জৈন্তাপুরে হরুজুরী বিলে পলো বাওয়া উৎসব।

প্রতিবেদক
নিউজ এডিটর
২৯ জানুয়ারি ২০২৩, ১:৩৭ পূর্বাহ্ণ

Link Copied!

মো. এম,এম রুহেল, জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি ::

গ্রাম বাংলার ঐতিহ্যের একটি অপরিহার্য অংশ পলো বাওয়া উৎসব। আগে কার দিনে বছরে একবার উৎসবটি পালন করতেন বিলের পাড়ের লোকজন।

উৎসবের আগে গ্রামে গ্রামে জানিয়ে দেওয়া হয় উৎসবের তারিখ। খবর জানার পর লোকজন পূর্ব প্রস্তুতি নিয়ে বাজার থেকে নতুন পলো ক্রয় করে আনতো।

উৎসবের দিন সকালে নিজ নিজ পলো, হাতাজাল, উড়ালজাল ও লাঠিজাল সহ নানা ধরণের মাছ ধরার জন্য দরবস্ত ইউনিয়নের হরুজরী বিলের পাড়ে গিয়ে জমায়েত হন। ঘড়ির কাটায় নির্ধারিত সময় বেজে ওঠলেই সবাই মিলে এক সঙ্গে পলো নিয়ে পানিতে ঝাপিয়ে পড়েন হরুজুরী বিলে। আবার কেউ কেউ বিভিন্ন ধরণের জাল দিয়েও মাছ শিকার করে অনেকটা আনন্দের বন্য বয়।

বর্তমান যুগে কালের গর্বে সেই উৎসবটি বিলিন হতে চলেছে। নতুন প্রজন্মের অনেক ছেলেরা পলো বাওয়া উৎসব কি সেটাও বুঝে না। কিন্তু সেই উৎসবটি ধরে রেখেছেন সিলেটের জৈন্তাপুর উপজেলার দরবস্ত ইউনিয়নের চাল্লাইন- করগ্রামবাসী।

প্রতি বছর মাঘ মাসের প্রথম সপ্তাহে গ্রামের লোকজন তাদের বিলে উৎসবটি পালন করে থাকে। নির্ধারিত তারিখে উৎসবটি পালন করতে অনেক প্রবাসীরা দেশের বাড়িতে চলে আসে। এবছরও উৎসবটি উপভোগ করতে অনেক প্রবাসীরা দেশে এসেছেন।

প্রতি বছরের ন্যায় শনিবার সকাল ৮টায় লোকজন পলো সহ মাছ ধরার বিভিন্ন যন্ত্র নিয়ে বিলের পাড়ে সমবেত হয় দরবস্ত ইউনিয়নের করগ্রাম চাল্লাইন গ্রামের হরুজুরী বিলে। সকাল ১০টায় এক সঙ্গে গ্রামের কয়েক হাজার লোক পলো নিয়ে বিলের পানিতে ঝাপিয়ে পড়ে।

হরুজুরী বিলের পাড়ে উৎসব উপভোগ করতে আসা গ্রামের আমিনুর রহমান (৭৫), মোশাহিদ আলী (৪৫), হোসেন আলী (৩৫), মোস্তফা মিয়া (৩৫) কাবির আহমদ (৪৫), জয়নাল আবেদীন(৫৫) বলেন, তাদের পূর্বপুরুষরা প্রায় দেড়শত বছর ধরে এই উৎসবটি পালন করছে। গত তিন বৎসর করোনা মহামারিতে তাই তারা এই উৎসব পালন করেনি৷ এবৎসর পুনরায় পূর্বের ধারাবাহিকতা রক্ষায় উৎসব পালন করলেন ৷ গ্রামের অনেকেই রুই, রাঙ্গা কারপু, বোয়াল, শউল ও মাগুর মাছ সহ নারা রকমের মাছ ধরেছেন।

108 Views

আরও পড়ুন

রাবিতে গ্রীন ভয়েস এর ১৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

লেখক জুবায়েদ মোস্তফার নতুন কবিতা–“খরার দিনে আগমন”

নাগরপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত 

শেরপুরে কুড়া ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদককে কুপিয়েছে প্রতিপক্ষ

নাইক্ষ্যংছড়ি সীমান্ত পরিদর্শনে বিজিবি মহাপরিচালক !!

মহেশখালীর পঙ্গু নুর আলমের ভাতা হ্যাকারদের পেটে!

বুটেক্সে আন্ডারগ্রাজুয়েট প্রোগ্রামে ভর্তি শুরু ৮ মে

মেহেরপুরে ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপন

লোহাগাড়ায় বহুতল ভবন থেকে পড়ে শিশু শিক্ষার্থীর মৃত্যু

বগুলা স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির নির্বাচন সম্পন্ন

মহেশখালীতে ভাইচ চেয়ারম্যান পদপ্রার্থী জহির উদ্দিনের প্রার্থীতা স্থগিত

দেওড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ে ‘এক্স স্কাউট রি-ইউনিয়ন’ আয়োজিত