ঢাকাবুধবার , ২৪ এপ্রিল ২০২৪
  1. সর্বশেষ

আশাদুল ইসলাম নাঈমের কবিতা “বসন্তের অপেক্ষায়”

প্রতিবেদক
আবু সুফিয়ান সরকার শুভ
৪ জানুয়ারি ২০২৩, ১০:৩১ অপরাহ্ণ

Link Copied!

বসন্তের অপেক্ষায়

                 আশাদুল ইসলাম নাঈম

 

 

পৌষ ও মাঘ লইয়া শীত
অতিথি পাখিরা গাহে গীত
গ্রামে – গঞ্জে পিঠাপুলির ধুম
দরিদ্র ও অসহায় মানুষের হয় না ঘুম।

চারিদিক মুখরিত সরিষার ফুলে,
বড়ই বাগান ভরা বাউ ও আপেলকূলে।

দুরন্ত কিশোরেরা করিতেছে খেলা
ব্রহ্মপুত্রের চরে
অশীতিপর বুড়োরা কাঁপিতেছে শীতে
কেহ বা যাইতেছে মরে।

রাস্তার ধারের ঐ উলঙ্গ ছেলেটি
জড়ো-সড়ো হইয়া রহিয়াছে দাঁড়িয়ে
শোকে আছে মৃতের স্বজন
তাদের ঐ প্রিয়জন কে হারিয়ে।

পাতা ঝরিতেছে, ফুল পরিতেছে
ধূলো মাখা এ ধূসর দিবসে
কবি মন মোর ভাবিতেছে বসে
বসন্তের ঐ রূপ কবে আসিবে?

বসন্তের ঐ রূপ আসিলে ধরায়
থাকিবে না শীত শীতার্তের পাড়ায়।

 

মোঃ আশাদুল ইসলাম নাঈম
বাংলা বিভাগ
জগন্নাথ বিশ্ববিদ্যালয়।

172 Views

আরও পড়ুন