ঢাকাশনিবার , ১২ জুলাই ২০২৫
  1. সর্বশেষ

স্বেচ্ছাসেবী সংগঠন মারোত এর শীতবস্ত্র বিতরণ

প্রতিবেদক
নিউজ এডিটর
৮ জানুয়ারি ২০২৩, ১২:৩৯ পূর্বাহ্ণ

Link Copied!

******************************************

মানসিক রোগীদের তহবিল (মারোত) একটি স্বেচ্ছাসেবী সংগঠন। প্রতিবছরের মতো এ বছরও শীতার্ত মানসিক রোগীদের মধ্যে উষ্ণতা ছড়ানোর জন্য ‘মারোত উষ্ণতার অভিযান’ আয়োজনের অংশ হিসেবে টেকনাফ পৌর এলাকার মধ্যে নতুন কম্বল এবং শীতবস্ত্র বিতরণ করা হয়। এ ছাড়া শিগগিরই দ্বিতীয় ধাপে অন্যান্য এলাকায় শীতবস্ত্র বিতরণ করা হবে বলে জানানো হয়। সংগঠনটির প্রধান উপদেষ্টা অধ্যাপক সন্তোষ কুমার শীল বলেন, ‘মারোত তার জন্মলগ্ন থেকেই অসহায় মানসিক রোগীদের জন্য কাজ করে যাচ্ছে। তারই অংশ হিসেবে এ বছরও শীতবস্ত্র বিতরণ করেছি। আয়োজনে সবাই স্বতঃস্ফূর্তভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। সবার সহযোগিতায় আমরা প্রথম ধাপের বিতরণ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পেরেছি।’ মারোত সভাপতি আবু সুফিয়ান বলেন, ‘করোনা পরিস্থিতিতে বিভিন্ন প্রতিষ্ঠান বন্ধ থাকার পরেও সবার সহযোগিতায় আমরা এবারের শীতবস্ত্র সংগ্রহ ও বিতরণ সম্পন্ন করতে পেরেছি। বিভিন্ন স্থানে আমাদের স্বেচ্ছাসেবীরা পৌঁছাতে না পারলেও, অনেকে নিজ উদ্যোগে আমাদের ব্যানারে উষ্ণতার কাপড়গুলো পৌঁছে দিয়েছেন মানসিক রোগীদের মধ্যে । মানসিক রোগীদের তহবিল মারোত এর এই আয়োজনে পাশে থাকার জন্য সব শুভাকাংক্ষীর প্রতি আমরা কৃতজ্ঞ।’ উল্লেখ্য, প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি সমাজের অসহায়, পিছিয়ে পড়া মানসিক রোগীদের পাশে দাঁড়াতে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে। এরই অংশ হিসেবে প্রতি বছরের মতো এ বছরও বিভিন্ন ব্যাক্তি বর্গ থেকে থেকে শীতবস্ত্র সংগ্রহ করে সংগঠনটি। পাশাপাশি শীতবস্ত্র বিতরণের জন্য সংগঠনটির পক্ষ থেকে অর্থ সংগ্রহ করা হয়।

এ উপলক্ষে এক উদ্বোধনী সভা ৬ই জানুয়ারি শুক্রবার স্থানীয় হাকিম আলী মার্কেট এ সংগঠন এর সভাপতি আবু সুফিয়ান এর সভাপতিত্বে অনুষ্ঠিত হলো। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক সন্তোষ কুমার শীল। এই কার্যক্রমে উপস্থিত ছিলেন মারোত উপদেষ্টা সাইফুল হাকিম, সহসভাপতি ঝুন্টু বড়ুয়া, সহসাধারণ সম্পাদক মোবারক হোসেন ভুইয়া, অর্থ সম্পাদক আজিম উদ্দিন, আইটি ও দপ্তর সম্পাদক মোহাম্মদ হোসাইন আমিরী, বস্ত্র সম্পাদক এমাদুল করিম রনি, ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক ফেরদৌস ইসলাম নির্বাহী সদস্য মোশাররফ হোসেন, নুরুল ইসলাম, হারুন রশীদ, মোহাম্মদ আরিফ প্রমুখ।

309 Views

আরও পড়ুন

ফেনীর ফুলগাজীতে বন্যায় পানিবন্দিদের উদ্ধার করলো ফুলগাজী ফায়ার সার্ভিস টিম

শান্তিগঞ্জে বিনামূল্যে গরু ও ভেড়া বিতরণ 

টেকনাফে চার শতাধিক অসহায়-ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে র‌্যাব ও কোস্টগার্ডের ত্রাণ সামগ্রী বিতরণ

শান্তিগঞ্জে এসএসসি ফলাফলে শীর্ষে সাতগাঁও জীবদাড়া উচ্চ বিদ্যালয় ও পিছিয়ে সুরমা উচ্চ বিদ্যালয়

দৌড়ের উত্তাপে মৌলভীবাজার:
শুরু হচ্ছে ‘সামার ৭.৫ কি.মি রান ২০২৫’-এর রেজিস্ট্রেশন

এসএসসির ফলাফল বিপর্যয়: দায় কি শুধু শিক্ষার্থীদের?

শান্তিগঞ্জে উন্নয়ন সহায়তা তহবিলের অর্থায়নে সেলাই মেশিন ও পরিবার পরিকল্পনা সামগ্রী বিতরণ

দাখিল পরীক্ষায় দ্বিতীয় স্থান: তা’মীরুল মিল্লাত টঙ্গী শাখার সাফল্য ও হতাশা একসাথে

আজ এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল

১৪ জুলাই পাবলিক হল ময়দানে ইসলামী আন্দোলন বাংলাদেশের বিশাল জনসভা

ইসলামী ছাত্রশিবির নীলফামারী শহর শাখার নতুন দায়িত্বে যারা

টেকনাফে মিনি ড্রাম-ট্রাকে মিললো৫০হাজার ইয়াবা,আটক-২