ঢাকাবৃহস্পতিবার , ২৮ মার্চ ২০২৪
  1. সর্বশেষ
  2. বিশেষ সংবাদ

বিসিকাতাল উদযাপন ও ত্রিপুরা আতিথেয়তা

প্রতিবেদক
নিউজ এডিটর
২৪ ডিসেম্বর ২০২২, ১:৩৬ পূর্বাহ্ণ

Link Copied!

আহমেদ হানিফ।

ত্রিপুরা ভাষায় বিসিকাতাল অর্থ হলো ত্রিপুরাব্দের নতুন বছর উদযাপন অনুষ্ঠান, ত্রিপুরাব্দের ১৪৩৩ সাল উদযাপন উপলক্ষ্যে খাগড়াছড়ি পার্বত্য জেলার সদর উপজেলার ভাইবোন ছড়ার ছোটবাড়ীতে ত্রিপুরা জনগোষ্ঠীর মিলনমেলা বসেছে।৫৯০ খ্রিস্টাব্দে ত্রিপুরা ১১৮ নং মহারাজা হামতরফা কর্তৃক ত্রিপুরা রাজ্যের বঙ্গ বিজয়কে স্মরণীয় করে রাখার জন্য ত্রিপুরাব্দ নামে বর্ষপঞ্জি প্রচলন করেছিলেন।যা বঙ্গাব্দ থেকে তিন বছরের জৈষ্ঠ ২২শে ডিসেম্বর ১লা তালহিং ত্রিপুরাব্দ অনুযায়ী নববর্ষ।যা প্রত্যেক বছর ভারতের ত্রিপুরা রাজ্যসহ বাংলাদেশের বিভিন্ন জেলা,উপজেলায়,পাড়ায় বর্ণিল ভাবে উদযাপন করা হয়।তারই ধারাবাহিকতায় পার্বত্য চট্টগ্রামের ত্রিপুরা জনগোষ্ঠীর লোকজন নানান আয়োজনের মাধ্যমে দিনটি স্মরণীয় করে রাখেন,আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে ত্রিপুরাব্দের সমাপ্তি ঘটলেও ত্রিপুরা সম্প্রদায়ের মানুষের সাথে কাটানো দুইটা দিন চিরস্মরণীয় হয়ে মননে বারবার দোলা দিয়ে যাবে,
স্মৃতির ডায়েরির পাতায় দিনগুলো চিরস্থায়ী করতে একটু খাটুনি করা মন্দের ভালো তাই লেখতে বসা-
বিসিকাতাল নিয়ে আগেই বলেছি এবার বলা যাক ত্রিপুরা আতিথেয়তা নিয়ে বন্ধু ধনকিশোর ত্রিপুরার নিমন্ত্রণে চট্টগ্রাম থেকে মায়াবী পাহাড়ি জনপদ খাগড়াছড়িতে অবস্থান করেছি, কি চমৎকার তাদের ব্যবহার তা বলে বুঝাতে পারবো না,তথাকথিত সভ্যদের চোখে হয়তো বিষয়টা অতিমাত্রায় পৌঁছাবে তবে আমার ক্ষেত্রে একটুও বাড়িয়ে বলার অবকাশ নেই।পুরো অনুষ্ঠানজুড়ে কত মানুষের সাথে কথা হলো ভাষাগত একটু সমস্যা পরিলক্ষিত হলেও ভাবের মিলনে মনে হলো সুচারু উপস্থাপন, দুপুরের প্রীতিভোজে ইচ্ছা করেই বিলম্ব করতেছিলাম তখন বোধহয় আয়োজক কমিটির এমন কেউ বাকি নেই যে খাবার গ্রহণ করার জন্য তাগাদা দেয়নি অনেকটা আপন মানুষের প্রতি অনুশাসন করার মতোই।সৌহার্দ্যের যে আসনে তারা বসিয়েছিলো তা কোনো ভাবেই মনে জাগ্রত করেনি আমি তাদের রক্তিয় না,ভাবের মিলনে আমাদের আত্মার আত্মীয় করে তুলেছিলো।ত্রিপুরা জনগোষ্ঠীর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান জানান দিয়েছে তারা কতটা উন্নত চিন্তাধারার মানুষ, জাগতিক নিয়মে হয়তো তারা পাহাড়ের মানুষ কিন্তু আমার নজরে তেমনটা পরিলক্ষিত হয়নি।
রাতের বেলায় বন্ধুর বাড়িতে অবস্থান করার মাধ্যমে আরেক নতুন আত্মীয়ের সন্ধান ফেলাম বন্ধুর মা,মাসি নিজের ছেলের মতোই আদর আপ্যায়ন করলো গরম রজাই ও পরিপাটি বিছানায় রাত্রি যাপনে মনেই হয়নি দূর্গম পাহাড়ের উপর রাত কাটাচ্ছি। পরিবারের মতোই খোঁজ খবর নেওয়া সকালে চলে আসার সময় ভাঙা বাংলার উচ্চারণে ‘আবার বেড়াতে এসো’ হৃদয়গ্রাহী কথাটি সম্প্রীতির অপূর্ব মেলবন্ধন মনে করছি।নতশিরে আমিও বলে এসেছি আবার আসবো মাসি।
আমাদের সভ্যদের চোখে অনেক সময় তারা বর্বর, সন্ত্রাসী মনে হলেও আপনি তাদের সাথে মিশলে জানতে পারবেন তারা কতটা আন্তরিক, কতটা আপন ভাবে আপনাকে।কিছু দুষ্কৃতকারী মানুষের জন্য আমরা একটা জাতি নিয়ে প্রশ্ন দাঁড় না করিয়ে ভালোবাসার বন্ধনে আবদ্ধ করতে পারলেই বুঝতে পারবো তারা কোন প্রকৃতির মানুষ।

84 Views

আরও পড়ুন

নওগাঁর পত্নীতলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরী সেবা প্রদানের জন্য এ্যামবুলেন্স প্রদান

র‍্যাবের ২৪ ঘন্টা অভিযানে ধর্ষন মামলার আসামী সেলিম গ্রেফতার

নকলায় পৃথক ঘটনায় দুই জনের মৃত্য

কক্সবাজারের রামুতে ছুরিকাঘাতে নিহত কৃষকলীগ নেতা নাজেম হত্যাকান্ডের ঘটনায় আটক ২

গার্ডিয়ান পাবলিকেশন্স’র কর্ণধার নূর মোহাম্মদ গ্রেপ্তার

চকরিয়ার নবাগত সহকারী কমিশনার ভূমি এরফান উদ্দিন

চকরিয়া প্রেসক্লাবের ইফতার মাহফিল সম্পন্ন
সাংবাদিকরাই পারে মানুষের আশার প্রতিফলন করতে- সাংসদ সৈয়দ মুহাম্মদ ইবরাহীম 

“বদর দিবস” এর ইতিহাস, শিক্ষা ও তাৎপর্য

মাইশা আক্তার নিশিলার কবিতা “আসক্ত মেঘকণ্যা”

বোয়ালখালীর ৬টি দুস্থ পরিবারে এম এ হাশেম ফাউন্ডেশনের ঘর হস্তান্তর

” আনজুমনে নওজোয়ান ” বায়তুশ শরফ আদর্শ কামিল মাদরাসা শাখার অনুমোদন

শান্তিগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত