ঢাকাশুক্রবার , ২৬ এপ্রিল ২০২৪
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

প্রথম আলোতে ভিত্তিহীন সংবাদ প্রকাশ করায় জামালপুরে আ’লীগের সংবাদ সম্মেলন

প্রতিবেদক
নিউজ এডিটর
৬ ডিসেম্বর ২০২২, ২:১২ অপরাহ্ণ

Link Copied!

আশরাফুর রহমান রাহাত/জামালপুর প্রতিনিধিঃ

জামালপুর জেলা আওয়ামী লীগের সম্মেলন ২৮ নভেম্বর বেলা ২ ঘটিকায় অনুষ্ঠিত হয়।

সেই সম্মেলনে লোকসমাগম নিয়ে বেলা ১২ টায় নেতিবাচক সংবাদ করে দৈনিক প্রথম আলো। সেই সংবাদ প্রকাশকে ভিত্তিহীন দাবী করে, তার প্রতিবাদে, সংবাদ সম্মেলন করেছে, জামালপুর জেলা আওয়ামী লীগ।

জামালপুর শহরের বকুলতলাস্থ দলীয় কার্যালয়ে
সোমবার (৫ ডিসেম্বর) সকাল ১১ টায় সংবাদ সম্মেলনে, লিখিত অভিযোগ পাঠ করেন, জেলা আওয়ামী লীগ নব-নিবাচিত সাধারণ সম্পাদক বাবু বিজন কুমার চন্দ।

লিখিত বক্তব্যে বিজন কুমার চন্দ বলেন, গত ২৮ নভেম্বর জামালপুর জেলা আওয়ামী লীগের সম্মেলনে লাখো মানুষের উপস্থিতি থাকলেও দুপুর ১২টায় কিছু ফাঁকা চেয়ারের ছবি নিয়ে জাতীয় দৈনিক পত্রিকা ‘প্রথম আলো’ তাদের অনলাইন ভার্সনে ভিত্তিহীন, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রকাশ করে।প্রিয় সাংবাদিকদের ভাই এবং বন্ধু উল্লেখ করে তিনি বলেন, বিজয়ের মাসে আপনাদের সকলকে মুজিবীয় শুভেচ্ছা।
অত্যান্ত বিক্ষুব্ধ মনে আজ আপনাদের সামনে উপস্থিত হয়েছি। যুগ যুগ ধরে জাতির পিতা বঙ্গবন্ধু, শেখ হাসিনা এবং আওয়ামী লীগের বিরুদ্ধে ষড়যন্ত্র চলমান রয়েছে। এরকম ষড়যন্ত্র মূলক সংবাদ আওয়ামী লীগের বিরুদ্ধে প্রথম আলো বার বার করেছে। এই সংবাদে প্রকাশে, আমরা চুপ করে থাকতে পারিনা।

এসময় তিনি তার লিখিত বক্তব্যে মনে করিয়ে দেন, বাসন্তীকে জাল পরিয়ে ষড়যন্ত্রমূলক ছবি ও সংবাদ
প্রকাশ করা হয়েছিল। এসময় তিনি ১/১১ তে কিছু সংবাদপত্রের বিতর্কিত ভূমিকার কথা তুলে ধরেন।
বিজন চন্দ তার বক্তব্যে, সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করে দেশ ও জাতির জন্য ইতিবাচক ভূমিকা রাখার আহবান জানিয়ে বলেন, দেশের এবং জামালপুরের চলমান উন্নয়ন নিয়ে, সংবাদ প্রকাশের প্রত্যাশা করছি।

অনেক অঅপেক্ষায় পর, গত ২৮ নভেম্বর জামালপুর জেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নেতা জাহাঙ্গীর কবির নানক,বাহাউদ্দীন নাসিম, মীর্জা আজম, শফিউল আলম চৌধুরী নাদেল, অসিম কুমার উকিল, মারুফা আক্তার পপি ও রেমন্ড আরেং সহ অনেকে।

লিখিত বক্তব্য শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন, জেলা আওয়ামী লীগ সভাপতি, জেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ। তিনি বলেন, উলফার টাকায় প্রতিষ্ঠিত প্রথম আলো বার বার আওয়ামী লীগ নিয়ে ষড়যন্ত্র করেছে প্রথম আলো। জাতীয় সংসদেও তাদের ভিত্তিহীন সংবাদ নিয়ে আলোচনা হয়েছে। তাই তাদের মিথ্যা সংবাদ সম্পর্কে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রীর শেখ হাসিনাও অবগত রয়েছেন।

জেলা আওয়ামী লীগের সর্বস্তরের নেতৃবৃন্দসহ অঙ্গসহযোগী সংগঠনের নেতারা এসময় উপস্থিত ছিলেন।

71 Views

আরও পড়ুন

রাজশাহীতে বিএসটিআই’র অভিযানে ৩টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা।

শেরপুরে চাঞ্চল্যকর গণধর্ষণ ও পর্নোগ্রাফি মামলার আসামী কানন মিয়া গ্রেফতার

আদমদীঘিতে অবৈধ ভাবে মাটি কাটার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা

BIIHR ও অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত: নেতৃত্বে জবি শিক্ষার্থী ফয়সাল

পেকুয়ায় বনবিভাগকে ফাঁসাতে গভীর ষড়যন্ত্রে নেমেছেন বনদস্যুরা

পেকুয়ায় বনবিভাগকে ফাঁসাতে গভীর ষড়যন্ত্রে নেমেছেন বনদস্যুরা

কুতুব‌দিয়ার ইউ‌পি চেয়ারম্যান আজমগীর কারাগা‌রে

দোয়ারাবাজারে শিশু হত্যা মামলার আসামিসহ দুই ইয়াবা কারবারি গ্রেফতার

দীর্ঘ ৮ ঘন্টায় সিরাজগঞ্জ এক্সপ্রেস এর ঢাকায় ফেরা নিয়ে যাত্রীদের ক্ষোভ

এবার কুবির আরেক সহকারী প্রক্টরের পদত্যাগ

নাগরপুরে বীর মুক্তিযোদ্ধা আলমগীর হোসেন আলো এর দাফন সম্পন্ন

দোয়ারাবাজারে বালিউড়া বাজার ব্যবসায়ী কমিটির নির্বাচন সম্পন্ন

যৌথ-বাহিনীর কেএনএফ বিরোধী অভিযান বন্ধের দাবীতে রাঙামাটিতে ইউপিডিএফ’র অবরোধের ডাক