ঢাকাবুধবার , ২৪ এপ্রিল ২০২৪
  1. সর্বশেষ
  2. আন্তর্জাতিক

কাতার বিশ্বকাপে প্রাণ হারানো বাঙ্গালীদের পাশে ফারাজ করিম চৌধুরী

প্রতিবেদক
নিউজ এডিটর
২ ডিসেম্বর ২০২২, ৫:১৩ অপরাহ্ণ

Link Copied!

চট্টগ্রাম প্রতিনিধি:

কাতারে ফুটবল বিশ্বকাপ ২০২২ আয়োজন উপলক্ষে গত কয়েক বছর ধরে স্টেডিয়াম নির্মাণসহ বিভিন্ন ক্ষেত্রে ব্যাপক কর্মযজ্ঞ সম্পন্ন হয়৷ এসব কর্মযজ্ঞে অংশ নিয়ে অনেক বাঙ্গালীদের প্রাণ হারাতে হয়েছে।

এবার কাতার বিশ্বকাপে প্রাণ হারানো সেসব বাঙ্গালীদের পরিবারের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন দেশের তরুণ প্রজন্মের পরিচিত মুখ ও তরুণ রাজনীতিবিদ ফারাজ করিম চৌধুরী।

এ প্রসঙ্গে ১ ডিসেম্বর বৃহস্পতিবার নিজের ফেসবুক পেইজে ফারাজ করিম চৌধুরী বলেন, “কাতারে ফুটবল বিশ্বকাপ আয়োজন করতে গিয়ে আমাদের অনেক বাঙ্গালী ভাইদের অকালে জীবন দিতে হয়েছে। আমি সেইসব ভাইদের পরিবারের পাশে দাঁড়ানোর জন্য তাদের তথ্য সংগ্রহ করতে চাই। তাদেরকে ফিরিয়ে দেওয়ার ক্ষমতা একজন আল্লাহ রাব্বুল আলামীন ছাড়া আর কারোরই নেই। তবে তাদের পরিবারের পাশে দাঁড়ানোর চেষ্টা আমাদের তরুণদের করতেই হবে।’

তিনি সকলের প্রতি অনুরোধ জানিয়ে বলেন, ‘কাতারে ফুটবল বিশ্বকাপ আয়োজন করতে গিয়ে প্রাণ হারিয়েছে এমন কারো পরিবারের তথ্য জানা থাকলে এই নাম্বারে (01829918176) যোগাযোগ করুন। ইন শা আল্লাহ, আমরা তাদেরকে খুঁজে বের করে যাচাই-বাছাই পূর্বক তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করবো।’

122 Views

আরও পড়ুন