ঢাকাশনিবার , ৫ জুলাই ২০২৫
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

প্রথম আলোতে ভিত্তিহীন সংবাদ প্রকাশ করায় জামালপুরে আ’লীগের সংবাদ সম্মেলন

প্রতিবেদক
নিউজ এডিটর
৬ ডিসেম্বর ২০২২, ২:১২ অপরাহ্ণ

Link Copied!

আশরাফুর রহমান রাহাত/জামালপুর প্রতিনিধিঃ

জামালপুর জেলা আওয়ামী লীগের সম্মেলন ২৮ নভেম্বর বেলা ২ ঘটিকায় অনুষ্ঠিত হয়।

সেই সম্মেলনে লোকসমাগম নিয়ে বেলা ১২ টায় নেতিবাচক সংবাদ করে দৈনিক প্রথম আলো। সেই সংবাদ প্রকাশকে ভিত্তিহীন দাবী করে, তার প্রতিবাদে, সংবাদ সম্মেলন করেছে, জামালপুর জেলা আওয়ামী লীগ।

জামালপুর শহরের বকুলতলাস্থ দলীয় কার্যালয়ে
সোমবার (৫ ডিসেম্বর) সকাল ১১ টায় সংবাদ সম্মেলনে, লিখিত অভিযোগ পাঠ করেন, জেলা আওয়ামী লীগ নব-নিবাচিত সাধারণ সম্পাদক বাবু বিজন কুমার চন্দ।

লিখিত বক্তব্যে বিজন কুমার চন্দ বলেন, গত ২৮ নভেম্বর জামালপুর জেলা আওয়ামী লীগের সম্মেলনে লাখো মানুষের উপস্থিতি থাকলেও দুপুর ১২টায় কিছু ফাঁকা চেয়ারের ছবি নিয়ে জাতীয় দৈনিক পত্রিকা ‘প্রথম আলো’ তাদের অনলাইন ভার্সনে ভিত্তিহীন, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রকাশ করে।প্রিয় সাংবাদিকদের ভাই এবং বন্ধু উল্লেখ করে তিনি বলেন, বিজয়ের মাসে আপনাদের সকলকে মুজিবীয় শুভেচ্ছা।
অত্যান্ত বিক্ষুব্ধ মনে আজ আপনাদের সামনে উপস্থিত হয়েছি। যুগ যুগ ধরে জাতির পিতা বঙ্গবন্ধু, শেখ হাসিনা এবং আওয়ামী লীগের বিরুদ্ধে ষড়যন্ত্র চলমান রয়েছে। এরকম ষড়যন্ত্র মূলক সংবাদ আওয়ামী লীগের বিরুদ্ধে প্রথম আলো বার বার করেছে। এই সংবাদে প্রকাশে, আমরা চুপ করে থাকতে পারিনা।

এসময় তিনি তার লিখিত বক্তব্যে মনে করিয়ে দেন, বাসন্তীকে জাল পরিয়ে ষড়যন্ত্রমূলক ছবি ও সংবাদ
প্রকাশ করা হয়েছিল। এসময় তিনি ১/১১ তে কিছু সংবাদপত্রের বিতর্কিত ভূমিকার কথা তুলে ধরেন।
বিজন চন্দ তার বক্তব্যে, সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করে দেশ ও জাতির জন্য ইতিবাচক ভূমিকা রাখার আহবান জানিয়ে বলেন, দেশের এবং জামালপুরের চলমান উন্নয়ন নিয়ে, সংবাদ প্রকাশের প্রত্যাশা করছি।

অনেক অঅপেক্ষায় পর, গত ২৮ নভেম্বর জামালপুর জেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নেতা জাহাঙ্গীর কবির নানক,বাহাউদ্দীন নাসিম, মীর্জা আজম, শফিউল আলম চৌধুরী নাদেল, অসিম কুমার উকিল, মারুফা আক্তার পপি ও রেমন্ড আরেং সহ অনেকে।

লিখিত বক্তব্য শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন, জেলা আওয়ামী লীগ সভাপতি, জেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ। তিনি বলেন, উলফার টাকায় প্রতিষ্ঠিত প্রথম আলো বার বার আওয়ামী লীগ নিয়ে ষড়যন্ত্র করেছে প্রথম আলো। জাতীয় সংসদেও তাদের ভিত্তিহীন সংবাদ নিয়ে আলোচনা হয়েছে। তাই তাদের মিথ্যা সংবাদ সম্পর্কে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রীর শেখ হাসিনাও অবগত রয়েছেন।

জেলা আওয়ামী লীগের সর্বস্তরের নেতৃবৃন্দসহ অঙ্গসহযোগী সংগঠনের নেতারা এসময় উপস্থিত ছিলেন।

166 Views

আরও পড়ুন

জুলাই-আগস্ট ভারতীয় আগ্রাসন থেকে মুক্তির মাস: হোসেন আলী

সুনামগঞ্জ হাসপাতালে নিয়োগে ঘুষ বাণিজ্যের অভিযোগে সংবাদ সম্মেলন

মধ্যনগর বি.পি.উচ্চ বিদ্যালয় ও কলেজের সাবেক সহকারী প্রধান শিক্ষক মনির উদ্দিন এর ৪র্থ মৃত্যুবার্ষিকী পালিত

সেঞ্চুরিয়ান লিও ক্লাবের নতুন কমিটি ঘোষণা

গাইবান্ধায় প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের কর্মপরিকল্পনা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত।

কাপাসিয়ায় জামায়াতে ইসলামীর সহযোগী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত

‘মনগড়া অপপ্রচার’: শাহপরীর দ্বীপ জেটি ইজারা বিতর্কে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি

চকরিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে নগদ অর্থ সহায়তা দিলেন জামায়াত নেতা ফারুক

চকরিয়ায় দাঁড়িপাল্লার ব্যাপক গণসংযোগ

ইসলামী আদর্শে বলীয়ান যুব শক্তির বিকাশে গাজীপুরে ঐতিহাসিক যুব সম্মেলন

নাসির উদ্দিন সাথীর অপকর্ম এবং মাই টিভি চ্যানেল দখল

তা’মীরুল মিল্লাত মাদ্রাসায় ‘জুলাই’ বিরোধী মন্তব্য: অষ্টম শ্রেণির ছাত্রকে মারধর, উত্তপ্ত পরিস্থিতি