মো.সফিকুল আলম দোলন,জেলা প্রতিনিধি,পঞ্চগড় ঃ
আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবস ২০২২ উদযাপন উপলক্ষে পঞ্চগড়ের বোদায় ‘‘দূর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ বিশ^’’ এই প্রতিপাদ্য নিয়ে আজ শুত্রæবার সকালে বোদায় বাসষ্ট্যান্ড চত্বরে এক র্যালী, মানববন্ধন ও উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বোদা উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপক(অবঃ) প্রবীর চন্দ এর সভাপতিত্বে আলোচনা সভায় অংশ গ্রহণ করেন উপজেলা ভাইস চেয়ারম্যান মখলেছুর রহমান জিল্লু, বোদা উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির স¤পাদক আনিসুজ্জামান প্রামানিক নতুন, বোদা উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি আলহাজ¦ মো.সোলেমান আলী, দুপ্রক সহ-সভাপতি মো.আবু তাহের খন্দকার,উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সূচনা সংস্থার প্রধান নির্বাহী সফিকুল আলম, দৃষ্টিদান সংস্থার মনোরঞ্জন সরকার, পল্লী সাহিত্য সংস্থার হারুন অর রশিদ,এসভিডির পরিচালক মিজানুর রহমান ও বোদা মসরকারী মডেল স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মো.জামিউল হক,শিক্ষার্থী জামিল ও রোকেয়া প্রমুখ ।
এতে সর্বস্তরের শ্রেণী পেশার মানুষ সহ সূচনা সংস্থার কর্মকর্তা ও কমীবৃর্ন্দ,শিক্ষার্থী এবং সততা সংঘের সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন।