সুনামগঞ্জ জেলা প্রতিনিধি ঃ
সুনামগঞ্জের দোয়ারাবাজারে ভ্রাম্যামাণ আদালত পরিচালনা করে ৬ জুয়াড়িকে কারাদণ্ড দেওয়া হয়েছে। এ সময় জুয়া খেলার বিভিন্ন সামগ্রী জব্দ করা হয়।
দোয়ারাবাজার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমেদ শনিবার (১৯ নভেম্বর) বিকালে উপজেলার ভূমি অফিসে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্রত্যেককে এক মাসের কারাদণ্ড ও একশত টাকা জরিমানা দিয়ে জেলহাজতে পাঠান।
আদালতে সাজাপ্রাপ্তরা হলেন,দোয়ারাবাজার উপজেলার মান্নারগাওঁ ইউনিয়নের আমবাড়ী গ্রামের শানুর আলীর ছেলে শাহজান (৩১) একই গ্রামের আজাদ মিয়ার ছেলে সুজন(২৫) ও কানাই মন্ডলের ছেলে অন্তর (২৪), ব্রাহ্মণগাওঁ গ্রামের ময়না দাশের ছেলে মধুদাস (২৬),আইমিয়াগাওঁ গ্রামের তাজ উদ্দিনের ছেলে মনোয়ার হোসেন(২৪) ও রঙ্গারচর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে নজির(৩৫)।
দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি)দেবদুলাল ধর বিষয়টি নিশ্চিত করে বলেন গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি উপজেলার মান্নারগাওঁ ইউনিয়নের আমবাড়ী বাজারে পাশে হাওড়ে জুয়ার আসর বসিয়েছেন। এমন সংবাদের ভিত্তিতে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমেদ এর নেতৃত্বে
দোয়ারাবাজার থানা পুলিশের এসআই এনামুল হক মিঠুর সহযোগিতায় অভিযান চালিয়ে জুয়াড়িদের আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জুয়াড়িদের প্রত্যেককে এক মাসের কারাদণ্ড ও একশত টাকা জরিমানা দিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।