জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি :
সিলেটের জৈন্তাপুর উপজেলার একমাত্র সীমান্তবর্তী খাসিয়াদের পুঞ্জিতে জিরো লাইন এলাকায় বসে মদের হাট। পুঞ্জিবাসী রয়েছে আতংঙ্কে, নষ্ট হচ্ছে খাসিয়াদের পুঞ্জির পরিবেশ।
সরজমিন জৈন্তাপুর উপজেলা সীমান্তবর্তী খাসিয়া পল্লী মোকামপুঞ্জি ঘুরে দেখা যায়, ১২৭৯ নম্বর সীমান্ত পিলার এলাকার ৪এস পিলার সংলগ্ন সাবেক বীতি খাসিয়া (বর্তমান হেনরী লামীন) সুপারী বাগানে ভারতীয় বিভিন্ন প্রজাতীর মদের খালি বোতলের স্তুপ পড়ে রয়েছে। এছাড়া জিরো লাইন এলাকা জুড়ে রয়েছে মদের খালী বোতলের ছড়াছড়ি। খোঁজ নিয়ে যানাযায়, খাসিয়া বস্তির সদস্য জগাই খাসিয়া, মগাই খাসিয়া ও রনি খাসিয়ার নেতৃত্বে বস্তির ভিতরে মাদক সেবীদের আস্তানা গড়ে উঠেছে। অনেকেই জানান বহিরাগতরা প্রতিনিয়িত মদ পানের জন্য এখানে আড্ডা জমায়।
খাসিয়ারা নৃত্ত¡াতিক জনগোষ্টির সদস্য হওয়ায় এবং অর্থলোভী গুটি কয়েকজন খাসিয়া সদস্য দ্বারা পুরো পুঞ্জির বাসিন্ধা, শিশু, মহিলা ও পুরুষ সদস্যরা আতংঙ্কের মধ্যে রয়েছে। এখানে দিনে ও রাতে জমে উঠে মদের প্রাকৃতিক পরিবেশের হাট। খাসিয়াদের অভিযোগ অনেক সময় সাদা পোশাকে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের ঘুরাফেরা করতে দেখা যায়। কিন্তু কোন ভাবেই থামানো যাচ্ছে না মদক ব্যবসায়ীদের। তারা নিরাপদে সীমান্তের জিরো লাইনে অবস্থান করে তাদের ব্যবসা পরিচালনা করছে। এযেন প্রাকৃতিক পরিবেশে চলছে মদের হাট।
এবিষয়ে জানতে মোকামপুঞ্জির নৃত্ত¡াতিক জনগোষ্টির (মন্ত্রী) হেডম্যান লোবানন (বানন) খাসিয়ার সাথে আলাপকালে তিনি প্রতিবেদককে জানান, পুঞ্জিতে বেশ কিছুদিন ধরে চক্রটি মাদক বানিজ্য করছে। আমরা কয়েক দফা তাদেরকে চাপ প্রয়োগ করলেও কোন কাজ হচ্ছে না। আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরাতা নেই। ফলে পুঞ্জির অবস্থা নজুক হয়ে পড়ছে। তিনি প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনার দাবী জানান।