সাত্তার সিকদার, লোহাগাড়া (চট্টগ্রাম), প্রতিনিধিঃ
চট্টগ্রামের লোহাগাড়া থানা পুলিশের বিশেষ অভিযানে ৩ হাজার ৭শত পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক কারবারি কে আটক করে পুলিশ।
আটককৃত নুর আকিজ প্রঃ আলকিছ(৩২), কক্সবাজার জেলার, টেকনাফ থানার নয়া পাড়া ক্যাম্প,৭৬০ ব্লকস্থ (হেড মাঝি সেলিম)সামাশুল হোসেনের মেয়ে ও মোঃ ইয়াসিনের স্ত্রী। রিয়া মনি(২৩), কক্সবাজার সদর সৈকত পাড়ার বণফুল গলির জসিমের ৩য় তলা বিল্ডিংয়ের নিচ তলার ভাড়াটিয়া শাহজাহান মাহমুদ সাকিবের স্ত্রী। এবং মো: নবী হোসেন (২৬), কক্সবাজার জেলার ঈদগাঁও থানার ঈদগাঁও ইউনিয়নের মো: ইসহাকের পুত্র।
থানা সূত্রে জানা যায়, ২০ নভেম্বর (রবিবার) দিবাগত রাত পৌনে ১টার দিকে এস আই মোজাম্মেল হোসেন পুলিশের একটি টিম নিয়ে উপজেলার চুনতি ইউনিয়নের চুনতি রেঞ্জ বন কর্মকর্তার কার্যালয়ের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক এলাকায় অভিযান চালিয়ে ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ নুর আকিজ প্রঃ আলকিছ ও রিয়া মনি নামের ২ মাদক কারবারি কে গ্রেফতার করে থানা হেফাজতে নিয়ে আসে। একই দিন একই স্থানে রাত সোয়া ১টার দিকে এসআই মোঃ সাইদুল ইসলাম সঙ্গীয় অফিসার ফোর্সসহ অভিযান চালিয়ে ১হাজার ৭শ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো: নবী হোসেন নামের আরেক মাদক কারবারি কে গ্রেফতার করে।
অফিসার ইনচার্জ আতিকুর রহমান জানান, এস আই মোজাম্মেল হোসেন ও এস আই মোঃ সাইদুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ উপজেলার চুনতি রেঞ্জ কর্মকর্তার কার্যালয় এলাকায় পৃথক অভিযানে তিন হাজার সাতশত পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ মহিলাও ১ পুরুষ মাদক কারবারিকে আটক করে থানা হেফাজতে নিয়ে আসা হয়। আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে ২১ নভেম্বর (সোমবার) আদালতে প্রেরণ করা হয়েছে। এধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।