ঢাকাশুক্রবার , ২৬ এপ্রিল ২০২৪
  1. সর্বশেষ
  2. আন্তর্জাতিক

পশ্চিম তীরে চার ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী

প্রতিবেদক
রফিকুল ইসলাম জসিম
২৮ সেপ্টেম্বর ২০২২, ৬:৩৫ অপরাহ্ণ

Link Copied!

পশ্চিম তীরের উত্তরাঞ্চলীয় জেনিন শহরের এক শরণার্থী ক্যাম্পে অভিযান চালিয়ে চার ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। এছাড়া আরও ৪০ ফিলিস্তিনি ইসরায়েলি সেনাদের গুলিতে আহত হয়েছে। খবর আল জাজিরার।

স্থানীয় সময় বুধবার (২৮ সেপ্টেম্বর) ডজন খানেক সামরিক যান ওই শরণার্থী ক্যাম্পে প্রবেশ করে। এরপরেই সেখানে অভিযান শুরু হয়।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় বুধবার সকালে জানিয়েছে, নিহতরা হলেন, আহমেদ আলাওনেহ, আবেদ হাজেম, মোহাম্মদ আল ওয়ানেহ এবং মোহাম্মদ আবু না’সাহ।

এদিকে আল-আকসা মারটিয়ার্স ব্রিগেড জানিয়েছে, ইসরায়েলের অভিযানে নিহতদের মধ্যে তিনজনই ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীর সদস্য।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, ইসরায়েলি সেনাদের গুলিতে কমপক্ষে ৪৪ জন আহত হয়েছে। এদিকে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, ২৪ বছর বয়সী মোহাম্মদ আল ওয়ানেহ প্যালেসটিনিয়ান অথরিটির (পিএ) গোয়েন্দা কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

অপরদিকে একটি বাড়িতে ক্ষেপণাস্ত্র আঘাত হানার কারণে আবেদ হাজেম এবং আল ওয়ানেহ নিহত হয়েছেন বলে জানা গেছে। গত এপ্রিলে তেল আবিবে হামলা চালানো রাদ হাজেমের ভাই আবেদ হাজেম। ওই হামলায় তিনজন নিহত হয়। এরপরেই পুলিশের হাতে নিহত হন রাদ হাজেম।

এদিকে ইসরায়েলি বাহিনী বলছে, সন্দেহজনক দুই হামলাকারীকে লক্ষ্য করে গুলি চালানো হলে তারা নিহত হয়। জেনিন, নাবলুস, রামাল্লা এবং হেবরন শহরে সাম্প্রতিক সময়ে ইসরায়েলি বাহিনীর অভিযান অনেক বেড়ে গেছে।

এর আগে গত ৬ সেপ্টেম্বর জেনিন শহরে অভিযান চালায় ইসরায়েলি বাহিনী। সে সময় ২৯ বছর বয়সী এক ফিলিস্তিনি তরুণ নিহত হয় এবং আহত হয় আরও ১৬ জন।

165 Views

আরও পড়ুন

ক্রিকেট ইতিহাসে রেকর্ড সৃষ্টি : কোনও রান না দিয়েই ৭ উইকেট

চুয়েট বন্ধ ঘোষণা, শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ

এশিয়া এখন জ্বলন্ত উনুন চলছে তীব্র তাপপ্রবাহ

কাটা হবে ৩ হাজার গাছ, বন বিভাগ বলছে ‘গাছ রক্ষার কোনো সুযোগ নাই’

নাইক্ষ্যংছড়ি সীমান্ত থেকে মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠালো বিজিবি !! 

শেরপুর প্রেসক্লাবের নয়া কমিটি ॥ দেবশীষ- সভাপতি, মেরাজ সা: সম্পাদক

রাজশাহীতে বিএসটিআই’র অভিযানে ৩টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা।

শেরপুরে চাঞ্চল্যকর গণধর্ষণ ও পর্নোগ্রাফি মামলার আসামী কানন মিয়া গ্রেফতার

আদমদীঘিতে অবৈধ ভাবে মাটি কাটার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা

BIIHR ও অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত: নেতৃত্বে জবি শিক্ষার্থী ফয়সাল

পেকুয়ায় বনবিভাগকে ফাঁসাতে গভীর ষড়যন্ত্রে নেমেছেন বনদস্যুরা

পেকুয়ায় বনবিভাগকে ফাঁসাতে গভীর ষড়যন্ত্রে নেমেছেন বনদস্যুরা

কুতুব‌দিয়ার ইউ‌পি চেয়ারম্যান আজমগীর কারাগা‌রে