ঢাকাবৃহস্পতিবার , ২৫ এপ্রিল ২০২৪
  1. সর্বশেষ

৫ কেন্দ্রে সংক্ষিপ্ত সিলেবাসে বুটেক্স ভর্তি পরীক্ষা শুক্রবার

প্রতিবেদক
নিউজ এডিটর
১২ আগস্ট ২০২২, ৮:২১ পূর্বাহ্ণ

Link Copied!

সুফিয়ান শুভ , ঢাকা

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) এর চার বছর মেয়াদি বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ২০২১-২২ শিক্ষাবর্ষের লেভেল-১ এর ভর্তি পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে অনুষ্ঠিত হবে।

শুক্রবার সকাল সাড়ে নয়টা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত মোট ৫ টি কেন্দ্রে এ ভর্তি পরীক্ষা নেয়া হবে।

এসব তথ্য জানিয়েছেন বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. শাহ আলিমুজ্জামান।

এবারের ভর্তি পরীক্ষায় ৫ টি অনুষদের অধীনে মোট ১০ টি বিভাগের ৬০০ টি আসনের জন্য আবেদন পড়েছে ১২৮৬৩টি। এবার আবেদনকৃত সকল শিক্ষার্থীই ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারছেন। সে অনুসারে প্রতি আসনের বিপরীতে লড়ছে প্রায় ২১ জন শিক্ষার্থী।

রাজধানীর ঢাকা সিটি কলেজ, সরকারি মোহাম্মদপুর মডেল স্কুল এন্ড কলেজ, ঢাকা ক্যান্টনমেন্ট গার্লস পাবলিক স্কুল এন্ড কলেজ, ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ এবং বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স)- এই পাঁচটি কেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ঢাকা সিটি কলেজ কেন্দ্রে (ভর্তি রোল: ১০০০০০১-১০২১০০) ২১০০ শিক্ষার্থী,সরকারি মোহাম্মদপুর মডেল স্কুল এন্ড কলেজ কেন্দ্রে (ভর্তি রোল : ১০২১০১-১০৪১০০) ২০০০ শিক্ষার্থী, ঢাকা ক্যান্টনমেন্ট গার্লস পাবলিক স্কুল এন্ড কলেজ কেন্দ্রে (ভর্তি রোল: ১০৪১০১-১০৬৬০০) ২৬০০ শিক্ষার্থী, ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ কেন্দ্রে (ভর্তি রোল: ১০৬৬০১-১০৯৬০০) ৩৬০০ শিক্ষার্থী এবং বুটেক্স কেন্দ্রে (ভর্তি রোল: ১০৯৬০১-১১২৪৬৩) ৩২৬৩ জন শিক্ষার্থী পরীক্ষা দেয়ার সুযোগ পাবেন।

বুটেক্সের এবারের ভর্তি পরীক্ষা হবে সংক্ষিপ্ত সিলেবাসে। ২০২১ সালে অনুষ্ঠিত উচ্চমাধ্যমিক পরীক্ষার জন্য সংক্ষিপ্ত যে পাঠ্যসূচি (উচ্চতর গণিত, পদার্থ ও রসায়ন) নির্ধারিত ছিল, সে অনুযায়ী অনুষ্ঠিত হবে। তবে ইংরেজির ক্ষেত্রে ‘ফাংশনাল ইংলিশ’ অনুসরণ করা হবে। গণিত ৬০, পদার্থ ৬০, রসায়ন ৬০, ইংরেজি ২০ নম্বরসহ মোট ২০০ নম্বরের লিখিত পরীক্ষা হবে। কোনো বিষয়ে এমসিকিউ টাইপ প্রশ্ন থাকবে না।

এ বছর বুটেক্সে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের আবেদনের যোগ্যতা ছিল এসএসসি বা সমমানের পরীক্ষা এবং ২০২১ সালে অনুষ্ঠিত এইচএসসি বা সমমানের পরীক্ষা উভয়টিতে বিজ্ঞান শাখা থেকে জিপিএ ৫ পেয়ে উত্তীর্ণ হতে হবে। এছাড়া এইচএসসি পরীক্ষায় উচ্চতর গণিত, পদার্থ, রসায়ন ও ইংরেজিতে সর্বমোট ২০ গ্রেড পয়েন্ট এর ভিতরে ২০ গ্রেড পয়েন্ট পেতে হবে।

বুটেক্সে এবার ৫ টি অনুষদের অধীনে ১০টি বিভাগে মোট ৬০০ শিক্ষার্থী ভর্তির সুযোগ পাবেন। এর মধ্যে ইয়ার্ণ ইঞ্জিনিয়ারিং বিভাগে ৮০, ফেব্রিক ইঞ্জিনিয়ারিং বিভাগে ৮০, ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং বিভাগে ৮০, এ্যাপারেল ইঞ্জিনিয়ারিং বিভাগে ৮০, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্টে বিভাগে ৮০, টেক্সটাইল ফ্যাশন এন্ড ডিজাইন বিভাগে ৪০, ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগে ৪০, টেক্সটাইল মেশিনারি ডিজাইন এন্ড মেইনটেনেন্স বিভাগে ৪০, ডাইজ এন্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে ৪০ ও এনভায়রনমেন্টাল সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে ৪০টি আসন রয়েছে।

ভর্তি সংক্রান্ত যেকোন তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.butex.edu.bd) ও নোটিশ বোর্ডে জানা যাবে।

86 Views

আরও পড়ুন

শেরপুরে চাঞ্চল্যকর গণধর্ষণ ও পর্নোগ্রাফি মামলার আসামী কানন মিয়া গ্রেফতার

আদমদীঘিতে অবৈধ ভাবে মাটি কাটার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা

BIIHR ও অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত: নেতৃত্বে জবি শিক্ষার্থী ফয়সাল

পেকুয়ায় বনবিভাগকে ফাঁসাতে গভীর ষড়যন্ত্রে নেমেছেন বনদস্যুরা

পেকুয়ায় বনবিভাগকে ফাঁসাতে গভীর ষড়যন্ত্রে নেমেছেন বনদস্যুরা

কুতুব‌দিয়ার ইউ‌পি চেয়ারম্যান আজমগীর কারাগা‌রে

দোয়ারাবাজারে শিশু হত্যা মামলার আসামিসহ দুই ইয়াবা কারবারি গ্রেফতার

দীর্ঘ ৮ ঘন্টায় সিরাজগঞ্জ এক্সপ্রেস এর ঢাকায় ফেরা নিয়ে যাত্রীদের ক্ষোভ

এবার কুবির আরেক সহকারী প্রক্টরের পদত্যাগ

নাগরপুরে বীর মুক্তিযোদ্ধা আলমগীর হোসেন আলো এর দাফন সম্পন্ন

দোয়ারাবাজারে বালিউড়া বাজার ব্যবসায়ী কমিটির নির্বাচন সম্পন্ন

যৌথ-বাহিনীর কেএনএফ বিরোধী অভিযান বন্ধের দাবীতে রাঙামাটিতে ইউপিডিএফ’র অবরোধের ডাক

রাজশাহীতে আদালতে যাওয়ার পথে প্রতিপক্ষের হামলায় আহত দুই বোন