ঢাকামঙ্গলবার , ২৩ এপ্রিল ২০২৪
  1. সর্বশেষ

জবি ক্যারিয়ার ক্লাবের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

প্রতিবেদক
নিউজ এডিটর
১৯ আগস্ট ২০২২, ৮:০৬ অপরাহ্ণ

Link Copied!

সুফিয়ান শুভ, জবি প্রতিনিধি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ক্যারিয়ার ক্লাবের নবীন ব্যবস্থাপনা প্রশিক্ষণার্থী ও প্রশিক্ষণার্থী সহযোগীদের নিয়ে ওরিয়েন্টশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটিতে শিক্ষার্থীদের ভবিষ্যত ক্যারিয়ার সংক্রান্ত নানারকম দিকনির্দেশনা ও দক্ষতা অর্জনের হাতেখড়ির ধারনা দেওয়া হয়।

শুক্রবার (১৯ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের ২১৫ নং কক্ষে সকাল ৭ টা ৩০ এ শুরু হয়ে অনুষ্ঠানটি শেষ হয় দুপুর সাড়ে ১২ টায়। প্রায় অর্ধ শতাধিক শিক্ষার্থীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রোগ্রামটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জবি ক্যারিয়ার ক্লাবের চিফ মডারেটর, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মহিউদ্দিন। তিনি বলেন, নবীন ও পুরাতনদের মাঝে মিলবন্ধন করে নতুন কিছু সৃষ্টি করতে হবে।

তিনি আরও বলেন শুধু ক্যারিয়ার নিয়ে ডুবে না থেকে আমাদের এর সাথে যোগ করতে হবে মানবিকতা ও সংস্কৃতি নামক দুই উপাদান, এগুলো আরও বেশি প্রতিফলন করতে চাইলে “ক্যারিয়ার” ও “হিউমানিটি” এ দুটিকে সংযুক্ত করে সেমিনার কিংবা কর্মশালা করা যেতে পারে।

সম্পূর্ণ অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন কার্যনির্বাহী সদস্য রিফাত তাসনিয়া আনিকা ও গাজী আশফিক।

অনুষ্ঠানটিতে “স্টাডি ইন এবরোড” সেশনের পরবর্তী কার্যক্রমে অংশগ্রহণ করায় পাঁচ জনকে পুরস্কৃত করা হয়।

নবীন ব্যবস্থাপনা প্রশিক্ষণার্থী, প্রশিক্ষণার্থী সহযোগী, প্রেসিডেন্টশিয়াল প্যানেল, গভর্নিং বডি ও এক্সিকিউটিভ প্যানেল এর স্বতস্ফূর্ত অংশগ্রহণে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে ওরিয়েন্টেশন প্রোগ্রামটি সম্পূর্ণ হয়।

142 Views

আরও পড়ুন