|| রাঙামাটি প্রতিনিধি ||
রাঙামাটি শহরের প্রধান সড়কে গরু-ছাগলের অবাধ বিচরণ লক্ষ্য করা গেলেও বিরল হংস মিছিল দেখা গেলো এবারই প্রথম। বুধবার বিকেল ৩টার সময় ট্রাক টার্মিনাল এলাকায় রাস্তার দু’পাশে বিভিন্ন ধরনের যানবাহন থমকে দাঁড়ালেএ দৃশ্য দেখে যাত্রীরা।
দীর্ঘদিন ধরে কারোর কোন প্রকার নজরদারি না থাকার কারনে পর্যটন নগরীর রাঙামাটির প্রধান সড়ক বেওয়ারিশ কুকুর ও গরু- ছাগলের অবাধ বিচরণ ক্ষেত্র হিসেবে পরিচিতি পেয়ে গেছে। এর মধ্য শহরের বনরূপা, রাজবাড়ী, কলেজ গেইট, ভেদভেদি, রাঙাপানি, তবলছড়ি, রিজার্ভ বাজার, বাসস্ট্যান্ড, ট্রাক টার্মিনাল এলাকা অন্যতম। তবে ইতোপূর্বে শহরের প্রধান সড়কে হংস মিছিল দেখা যায়নি। এবারই প্রথম দেখা মিললো হংস মিছিলের। কুকুর আর গরু-ছাগলের রাস্তা দখল নিয়ে যানবাহন চালক ও যাত্রীদের মধ্যে বিরক্তি প্রকাশ লক্ষ্য করা গেলেও হংস মিছিলে সেই রকম কোন বিরক্তি প্রকাশ দেখা যায়নি। তারপরও এই অবুঝ প্রানীগুলোর রাস্তায় অবাধ চলাচল বিপদ ডেকে আনতে পারে।
এ বিষয়ে রাঙামাটি কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কবির হোসেন বলেন, কারো হাসের পাল হতে পারে। তবে রাস্তায় ছেড়ে দেয়া থেকে বিরত থাকা উচিৎ। #