এম এ মোতালিব ভুইয়াঃ
:সুনামগঞ্জের দোয়ারাবাজারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় ছেলে বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩তম জন্ম বার্ষিকী উদযাপন করা হয় ।
শুক্রবার সকাল দশটায় উপজেলা প্রশাসনের আয়োজনে বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের এঁর ৭৩তম জন্মবার্ষিকী উপলক্ষে প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ,বৃক্ষ রোপন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা প্রিয়াংকা, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান আল তানভীর আশরাফী চৌধুরী বাবু,এসময় অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন সুরমা ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ হালিম বীর প্রতীক,থানার অফিসার ইনচার্জ দেবদুলাল ধর,উপজেলা শিক্ষা কর্মকর্তা পঞ্চানন কুমার সানা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আজাদুর রহমান ভুইয়া, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কামরুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী,রাজনৈতিক ব্যক্তিবর্গ, ইউপি চেয়ারম্যান, সাংবাদিকবৃন্দ,শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক,গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।