ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ
কৃষিক্ষেত্রে গুরুত্বপূর্ণ ব্যক্তি” (এআইপি) সন্মাননা পাওয়া ঠাকুরগাঁওয়ের কৃতি সন্তান মোঃ মেহেদী আহসান উল্লাহ চৌধুরী, এআইপিকে বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশন (বন্ধু) “জলবায়ু বান্ধব কৃষি প্রকল্প” এর পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়।
০৩ আগস্ট (বুধবার) দুপুরে বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশন (বন্ধু) ঠাকুরগাঁও জেলা অফিস কার্যালয়ে এ সংবর্ধনা দেওয়া হয়। উক্র সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মোঃ বুলমাজুন সরকার বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশন (বন্ধু) এর এজিএম ঢাকা, মোঃ আহসান হাবিব আরএএম ঠাকুরগাঁও, মোঃ আতিকুর রহমান জেলা ম্যানেজার ঠাকুরগাঁও এবং ঠাকুরগাঁও রিজিয়নের উপজেলা পর্যায়ের কৃষি প্রোগ্রাম সংগঠকবৃন্দ। উল্লেখ্য যে, “কৃষিক্ষেত্রে গুরুত্বপূর্ণ ব্যক্তি” (এআইপি) সন্মাননা পাওয়া মোঃ মেহেদী আহসান উল্লাহ চৌধুরী, এবং বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশন (বন্ধু) উভয়ে নিরাপদ সবজি উৎপাদনের ক্ষেত্রে ভুমিকা রাখছেন।
ঠাকুরগাঁওয়ের কৃতি সন্তান “কৃষিক্ষেত্রে গুরুত্বপূর্ণ ব্যক্তি” (এআইপি) সন্মাননা পাওয়া মোঃ মেহেদী আহসান উল্লাহ চৌধুরী, এআইপি এক প্রতিক্রিয়ায় বলেন, আমি “কৃষিক্ষেত্রে গুরুত্বপূর্ণ ব্যক্তি” (এআইপি) পাওয়ার পর আমাকে এই প্রথম একটি সেচ্ছাসেবী ও অরাজনৈতিক সংগঠন আমাকে সংবর্ধনা দিল। আমার অভিজ্ঞতা ও সহযোগিতা এই সংগঠনের জন্য সব সময় বহাল থাকবে।