ঢাকাবৃহস্পতিবার , ১৮ এপ্রিল ২০২৪
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

তাহিরপুরে ঘরের জন্য আকুতি ‘অন্ধ’ তুষা মিয়ার !

প্রতিবেদক
নিউজ ভিশন
২৫ জুলাই ২০২২, ১:৫৪ পূর্বাহ্ণ

Link Copied!

রাহাদ হাসান মুন্না,
তাহিরপুর (সুনামগঞ্জ)প্রতিনিধি
:

অকাল বন্যায় ভেঙে তছনছ হয়ে গেছে টাঙ্গুয়ারর হাওর তীরবর্তী অন্ধ তুষা মিয়ার মাথা গোঁজার ঘরটি ! চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়ে তুষা মিয়া এখন প্রায় নিস্বহয়ে মানবেতর জীবন-যাপন করছেন। ‘তুষা মিয়া সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার (উত্তর) শ্রীপুর ইউনিয়নের গোলাবাড়ি গ্রামের ৯ নং ওয়ার্ডের বাসিন্দা।’ তুষা মিয়ার বয়স (৪১) তার সংসারে আছে এক স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে, ছেলে জিহাদ মিয়াও প্রতিবন্ধী। তুষা মিয়ার একটি ছোট-খাটো দোকান ছিলো এটি দিয়েই টানাহেছরা করে কোনরকম ভাবে চলত তার পরিবার তবে সেটিও অকাল বন্যায় ভেঙে তছনছ হয়ে গেছে। প্রধানমন্ত্রী ‘শেখ হাসিনার’ কাছে একটি ঘরের আকুতি জানিয়েছেন অন্ধ তুষা মিয়া।

তুষা মিয়া জানান, আমার একমাত্র থাকার ঘরটি বন্যায় ভেঙে গেছে তার সাথে আমার দোকানের মালামালও বন্যায় ভেসে গেছে আমি এখন নিস্ব হয়ে গেছি। ‘শুনেছি সরকারি ঘর অনেকেই পাইছেন আমার কপালে তা জুটেনি।’ আমি অন্ধ মানুষ কাউকে চিনিও না আর কারে কইমু। গ্রাম থেকে লিস্ট নিছে অনেকেই তবুও পাইনি সবি আমার কপাল।’

তুষা মিয়ার স্ত্রী আলেমা বেগম প্রতিবেদকে বলেন, আমার স্বামী অন্ধ মানুষ, আমাদের আয়-রেজগার করার কেউ নাই একমাত্র আমার স্বামীই আমাদের বেঁচে থাকার ভরসা। একটা ছোট দোকান ছিলো বন্যায় পানিতে ঘর সহ সকল মালামাল ভেসে গেছে। এই দোকান দিয়ে কোনভাবে সংসার চলতো আমাদের, এখন তাও শেষ হয়েগেছে। এখন ভাত খাওয়াই কঠিন হয়ে পড়েছে ঘর কিভাবে বানমু।’

উত্তর শ্রীপুর ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব আলী হায়দার তুষা মিয়া বিষয়ে বলেন, সারা গ্রামের ক্ষতিগ্রস্ত পরিবারের লিস্ট নেয়া হয়েছিলো, এর সাথে তুষা মিয়ার নামটি ছিলো কিন্ত ক্ষতিগ্রস্তদের লিস্ট যাচাই-বাচাই করার সময় ভুল বসত লিস্ট থেকে তুষা মিয়ার নামটি কেটে গেছিলো এই বিষয়টি নিয়ে আমি (ইউএনও) স্যারের সাথে আলাপ করেছি, আমি আপ্রান চেষ্ঠা করবো তুষা মিয়ার ঘরটির জন্য।’

তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুণা সিন্ধু চৌধুরী বাবুল বলেন, গণপ্রজান্ত্রী বাংলাদেশ সরকারের ‘মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা’ বলেছেন আমাদের দেশে কেও গৃহহীন থাকবে না। তিনি আরো বলেন- প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা থেকে কেউ বঞ্চিত হবে না দ্রুততার সাথে তুষা মিয়ার বিষয়টি সমাধান করা হবে।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. রায়হান কবির প্রতিবেদকে বলেন, আমি তুষা মিয়ার বিষয়টি শুনে মর্মাহত হয়েছি। এ বছর তাহিরপুর উপজেলায় অকাল বন্যায় অনেকেই ঘরবাড়ি ভেঙে ক্ষতিগ্রস্ত হয়েছেন। তবে তুষা মিয়ার বিষয়টি আমার কাছে একটু ভিন্ন মনে হচ্ছে। আমি খুব দ্রতভাবে তুষা মিয়াকে সরকারিভাবে সহায়তা করার জন্য চেষ্ঠা করবো ইনশাআল্লাহ্।’

89 Views

আরও পড়ুন

বুটেক্সে আন্ডারগ্রাজুয়েট প্রোগ্রামে ভর্তি শুরু ৮ মে

মেহেরপুরে ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপন

লোহাগাড়ায় বহুতল ভবন থেকে পড়ে শিশু শিক্ষার্থীর মৃত্যু

বগুলা স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির নির্বাচন সম্পন্ন

মহেশখালীতে ভাইচ চেয়ারম্যান পদপ্রার্থী জহির উদ্দিনের প্রার্থীতা স্থগিত

দেওড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ে ‘এক্স স্কাউট রি-ইউনিয়ন’ আয়োজিত

শেরপুরে ফেসবুকে পোস্ট দিয়ে কলেজ ছাত্রের আ’ত্ম’হ’ত্যা

নাইক্ষ্যংছড়ি সীমান্ত দিয়ে আবারো জান্তা বাহিনীর ১০ সদস্য বাংলাদেশে আশ্রয় !! 

তরুণ কবি তানভীর সিকদারের একান্ত সাক্ষাৎকার

মানবতার ফেরিওয়ালা

রাজশাহীর দুই উপজেলায় আট চেয়ারম্যান প্রার্থী

রাজশাহীতে র‌্যাবের পৃথক অভিযানে ছিনতাইয়ের মালামালসহ ০৩ জন গ্রেফতার ।