ঢাকাশনিবার , ২০ এপ্রিল ২০২৪
  1. সর্বশেষ
  2. বিশেষ সংবাদ

জাবিতে সামাজিক সংগঠন ইচ্ছা’র ঈদের খাদ্যসামগ্রী বিতরণ।

প্রতিবেদক
নিউজ এডিটর
৯ জুলাই ২০২২, ১:১০ পূর্বাহ্ণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদকঃ

প্রতি বছরের ন্যায় এবারো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সামাজিক সংগঠন Inspire Care & Cultivate Human Aid-ICCHA/ইচ্ছা এর উদ্যোগে অসহায়, দরিদ্র মানুষদের মাঝে ঈদের খাদ্য সামগ্রী উপহার বিতরণ করেছে। ৮ জুলাই ২০২২ শুক্রবার বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদের সামনে এই উপহার বিতরণ করা হয়।

খাবারের তালিকা সমূহঃ
সেমাই, চিনি, পোলাও চাল, সয়াবিন তেল।

ফান্ডের হিসাবঃ

সর্বমোট উঠেছিল – ৬৩,৬৪৩ টাকা।
সিলেট ও সুনামগঞ্জে খরচ- ৩৪,৫৫০ টাকা।
অসুস্থ এক অসহায় ভাইয়ের স্ত্রী কে হাসপাতাল থেকে রিলিজ করাতে খরচ হয়েছে- ৫,৩০০ টাকা।
কুড়িগ্রামের খরচ- ১৯,০০০ টাকা।
ঈদের খাদ্য সামগ্রী উপহারের খরচ- ৫,০০০ টাকা।
মোটঃ ৬৩,৮৫০ টাকা।
ভর্তুকি- ২০৭ টাকা।

এ সময় উপস্থিত ছিলেন ইচ্ছা’র মডারেটর ও সাবেক সভাপতি, এস এন সোহেল রানা (ইতিহাস ৪৫ ব্যাচ), সভাপতি মেহেদী হাসান (চারুকলা ৪৭ ব্যাচ), সাধারণ সম্পাদক জাকিয়া সুলতানা পিংকি (পরিসংখ্যান ৪৮ ব্যাচ), যুগ্ম সাধারণ সম্পাদক আল আমিন ইমন (গণিত ৪৮ ব্যাচ) সহ আরো অনেকে।

ইচ্ছা’র সভাপতি মেহেদী হাসান (চারুকলা ৪৭ ব্যাচ) বলেন, রাস্তায় একজন অসহায় মানুষ যখন সাহায্য চায় অনেকেই এড়িয়ে চলে আসি আমরা। সৃষ্টিকর্তা চাইলে তাদের জায়গা’য় আমাদেরও রাখতে পারতো ।
একটাবার নিজের অবস্থান থেকে সরে গিয়ে তাঁদের অবস্থানের কথা ভাবুন তখনি তাদের কষ্টটুকু উপলব্ধি করতে সক্ষম হবেন ।
আমরা সবাই অসহায় দরিদ্র মানুষের সাহায্যে এগিয়ে যাবো এবং সবাইকে এগিয়ে যেতে আমন্ত্রণ জানাবো ।
প্রতিবারের ন্যায় এবারো সামাজিক সংগঠন ইচ্ছা’র পক্ষ থেকে তাদেরকে ইদ উপহার দিতে পেরেছি।

সাধারণ সম্পাদক জাকিয়া সুলতানা পিংকি (পরিসংখ্যান ৪৮ ব্যাচ) বলেন, প্রতি বছরের ন্যায় এবারও আমাদের সামাজিক সংগঠন ইচ্ছার পক্ষ থেকে ক্যাম্পাসের আশেপাশে নিম্ন আয়ের ও সুবিধাবঞ্চিত মানুষদের পাশে আমরা ঈদের সামগ্রী প্রদান করেছি আপনাদের সহযোগিতায়। আয়োজন ছোট হলেও যদি আমরা কিছু মানুষেকে আনন্দ দিতে পারি সেই আনন্দই আমাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেখায়। বরাবরের মতো যারা আমাদের পাশে ছিলেন এবং আছেন সকলকে অসংখ্য ধন্যবাদ এবং আশা করি সবসময় আমাদের পাশে থাকবেন।

যুগ্ম সাধারণ সম্পাদক আল আমিন ইমন (গণিত ৪৮ ব্যাচ) বলেন, আনন্দ অনেকটা সংক্রামক ব‌্যাধির মত। আনন্দ যত বেশি ছড়িয়ে দেওয়া যায়, তার মাত্রা ততই বাড়তে থাকে। ঈদে ক‌্যাম্পাসের অর্থনৈতিকভাবে অস্বচ্ছল মানুষগুলির সাথে আনন্দ কিছুটা হলেও ভাগাভাগি করতে পেরেছি। ধন‌্যবাদ জানাই সেসকল মানুষের প্রতি যারা তাদের সাধ‌্য অনুযায়ী সাহায‌্য করেছেন।

210 Views

আরও পড়ুন

রাবিতে গ্রীন ভয়েস এর ১৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

লেখক জুবায়েদ মোস্তফার নতুন কবিতা–“খরার দিনে আগমন”

নাগরপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত 

শেরপুরে কুড়া ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদককে কুপিয়েছে প্রতিপক্ষ

নাইক্ষ্যংছড়ি সীমান্ত পরিদর্শনে বিজিবি মহাপরিচালক !!

মহেশখালীর পঙ্গু নুর আলমের ভাতা হ্যাকারদের পেটে!

বুটেক্সে আন্ডারগ্রাজুয়েট প্রোগ্রামে ভর্তি শুরু ৮ মে

মেহেরপুরে ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপন

লোহাগাড়ায় বহুতল ভবন থেকে পড়ে শিশু শিক্ষার্থীর মৃত্যু

বগুলা স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির নির্বাচন সম্পন্ন

মহেশখালীতে ভাইচ চেয়ারম্যান পদপ্রার্থী জহির উদ্দিনের প্রার্থীতা স্থগিত

দেওড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ে ‘এক্স স্কাউট রি-ইউনিয়ন’ আয়োজিত