|| রাঙামাটি প্রতিনিধি ||
ভারতীয় সীমান্ত লাগোয়া রাঙামাটি জেলার বাঘাইছড়ির মেঘের রাজ্য সাজেক ভ্যালির সাজেক-বাঘাইহাট সড়কে চান্দের গাড়ী উল্টে গুরুতর ভাবে ৩ জন আহত হয়েছে। বুধবার সাড়ে ৯ টার সময় ৭কিলো এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে, ভারত সীমান্ত লাগোয়া রাঙামাটির আলোচিত পর্যটন এলাকা মেঘের রাজ্য সাজেক ভ্যালিতে যাত্রীবাহী চান্দের গাড়ী ( জীপ) উল্টে ৩ জন যাত্রী আহত হয়েছে। এসময় রুইলুই পাড়া থেকে যাত্রীদের নিয়ে গাড়ীটি বাঘাইহাট বাজারে আসার পথে এ দূর্ঘটনার সম্মুখীন হয়। আহত ৩ জনের মধ্যে রবি চাকমা (৪০) ও সামি উদ্দিন (৪৭) কে আশঙ্কাজনক অবস্থায় দীঘিনালা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আরো উন্নত চিকিৎসার জন্য তাদেরকে খাগড়াছড়ি জেনারেল হাসপাতালে রেফার করার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আহতদের নিকটাত্মীয়রা।
বিষয়টি নিশ্চিত করে সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নুরুর হক বলেন, বাঘাইহাটের ৭ কিলোমিটার এলাকায় সিএনজি অটোরিকশাকে পাশ কাটতে গিয়ে সকাল আনুমানিক সাড়ে ৯ টার সময় একচি চান্দের গাড়ি উল্টে গেলে ৩ যাত্রী আহত হয়। আহত তিন জনের মধ্যে ২জনকে উন্নত চিকিৎসার জন্য পুলিশের ব্যাবস্থাপনায় দীঘিনালা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।