ঢাকাশনিবার , ৫ জুলাই ২০২৫
  1. সর্বশেষ

নোটিশের পর রাবির বৈধ শিক্ষার্থীদের হল গেইটে অবস্থান

প্রতিবেদক
নিউজ এডিটর
১ জুলাই ২০২২, ৯:৫৭ অপরাহ্ণ

Link Copied!

রাবি প্রতিনিধি:

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলের অনাবাসিক শিক্ষার্থীদেরকে বুধবার মধ্যেই হল ত্যাগের নোটিশ দেওয়ার পর আজ (০১ জুলাই) সন্ধার দিকে হল অভিযান পরিচালনা করতে যাবেন হল প্রশাসন। এদিকে বৈধ শিক্ষার্থীরা হলে উঠার জন্য হল গেইটের সামনে অবস্থান করছেন।
শুক্রবার (১ জুলাই) বিকালে বৈধ শিক্ষার্থীরা বিছানাপত্র নিয়ে বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী হল গেইটের সামনে অবস্থান করছেন।

এর আগে ২৪ জুন হল প্রশাসন অবৈধ শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশের বিজ্ঞপ্তিতে দেন। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সোহরাওয়ার্দী হলে অনাবাসিক ও বহিরাগত যারা অন্য হলের শিক্ষার্থী হয়ে এই হলে অবস্থান করছে তাদের ২৯ জুনের (বুধবার) মধ্যে হল ত্যাগের নির্দেশ প্রদান করা হলো। কোনো শিক্ষার্থী তার সমস্যার বিষয়ে ব্যক্তিগতভাবে হল প্রশাসনের সঙ্গে কথা বলতে চাইলে এই সময়ের মধ্যে অভিভাবকসহ হল প্রশাসনের সঙ্গে যোগাযোগের নির্দেশ প্রদান করা হলো।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, হলের আবাসিক শিক্ষার্থীরা যারা এখনও হলে উঠতে পারেনি আগামী ১ জুলাই হলে তার জন্য নির্ধারিত কক্ষে ওঠানোর প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। এ ব্যাপারে তাদেরকে আগাম হল প্রশাসনের সঙ্গে যোগাযোগের নির্দেশ প্রদান করা হল।

এদিকে হল প্রশাসনের প্রতিশ্রুতি অনুযায়ী আজ (১ জুলাই) সোহরাওয়ার্দী হলে যারা অবৈধভাবে সিটে অবস্থান করছেন তাদেরকে নামিয়ে দিয়ে বৈধ শিক্ষার্থীদের হলে তুলে দিতে চান হল প্রশাসন। নির্দেশনা মতে বিকাল ৫ টা থেকে হল গেইটের সামনে সামনে জড়ো হতে থাকে বৈধ শিক্ষার্থীরা।

হলে উঠতে আসা তৃতীয় বর্ষের বৈধ শিক্ষার্থী আরিফুল ইসলাম বলেন, স্যার আমাদেরকে আজকে হলে তুলে দিবেন। তাই সাহেব বাজার থেকে আমি মেস ছেড়ে বিছানাপত্র নিয়ে চলে আসছি। আজকেই আমাদের হলে উঠতে হবে, না হলে আমাদের হলের বারান্দায় হলেও থাকতে হবে। কারণ মেস ছেড়ে দিয়েছি এখন আর থাকার জায়গা নেই।

এ বিষয়ে জানতে চাইলে হল প্রাধ্যক্ষ ড. মো. জাহাঙ্গীর হোসেন বলেন, সোহরাওয়ার্দী হলে অনাবাসিক ও অবৈধভাবে অবস্থান করছে এমন শিক্ষার্থীদেরকে ২৯ জুনের মধ্যে হল ত্যাগের নির্দেশ দিয়েছিলাম। যারা নেমেছে ভালো আর যারা অবৈধ হয়ে এখনো হল ত্যাগ করেনি তাদেরকে হল অভিযানের মাধ্যমে নামামো হবে। নামাজের পর অভিযান শুরু হবে বলে জানান তিনি।##

201 Views

আরও পড়ুন

জুলাই-আগস্ট ভারতীয় আগ্রাসন থেকে মুক্তির মাস: হোসেন আলী

সুনামগঞ্জ হাসপাতালে নিয়োগে ঘুষ বাণিজ্যের অভিযোগে সংবাদ সম্মেলন

মধ্যনগর বি.পি.উচ্চ বিদ্যালয় ও কলেজের সাবেক সহকারী প্রধান শিক্ষক মনির উদ্দিন এর ৪র্থ মৃত্যুবার্ষিকী পালিত

সেঞ্চুরিয়ান লিও ক্লাবের নতুন কমিটি ঘোষণা

গাইবান্ধায় প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের কর্মপরিকল্পনা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত।

কাপাসিয়ায় জামায়াতে ইসলামীর সহযোগী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত

‘মনগড়া অপপ্রচার’: শাহপরীর দ্বীপ জেটি ইজারা বিতর্কে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি

চকরিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে নগদ অর্থ সহায়তা দিলেন জামায়াত নেতা ফারুক

চকরিয়ায় দাঁড়িপাল্লার ব্যাপক গণসংযোগ

ইসলামী আদর্শে বলীয়ান যুব শক্তির বিকাশে গাজীপুরে ঐতিহাসিক যুব সম্মেলন

নাসির উদ্দিন সাথীর অপকর্ম এবং মাই টিভি চ্যানেল দখল

তা’মীরুল মিল্লাত মাদ্রাসায় ‘জুলাই’ বিরোধী মন্তব্য: অষ্টম শ্রেণির ছাত্রকে মারধর, উত্তপ্ত পরিস্থিতি