নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি :
টাঙ্গাইলের নাগরপুরে সদর ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান মো: কুদরত আলী নিজে উপস্থিত থেকে বিনামূল্যে ভিজিএফ খাদ্যশস্য (চাল) বিতরণ করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নাধীন এই প্রকল্পে ২০২২-২৩ অর্থ বছরে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় আসন্ন ঈদ-উল-আযহা উপলক্ষে সারাদেশে ন্যায় নাগরপুরেও ১০ কেজি হারে চাল বিতরণ হয়েছে। এতে সদর ইউনিয়নে অন্তত ৫ হাজার উপকারভোগী জনসাধারণ চাল পেয়েছে।
নাগরপুর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: কুদরত আলী বলেন, সারা দেশের ন্যায় নাগরপুর ইউনিয়নে চাল বিতরণ করেছি আমরা। আমি নিজে উপস্থিত থেকে সুষ্ঠ তদারকির মাধ্যমে চাল বিতরণ করেছি।