–
***************************************
টেকনাফ ব্লাড ডোনারস সোসাইটি’র ৩য় বর্ষপূর্তি অনুষ্ঠানে মানবসেবায় বিশেষ অবদান এর স্বীকৃতি স্বরূপ স্বেচ্ছাসেবী সংগঠন মানসিক রোগীদের তহবিল “মারোত “কে বিশেষ “সন্মাননা স্মারক”” প্রদান করা হয়েছে। সংগঠন এর সভাপতি মুজিব সাবাব র সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা চেয়ারম্যান নুরুল আলম , বিশেষ অতিথি ছিলেন টেকনাফ পৌর মেয়র মোহাম্মদ ইসলাম, টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্স এর এমওডিসি ডাঃ প্রণয় রুদ্র, মেডিকেল অফিসার ডাঃ ইনজামামুল ইসলাম, টেকনাফ পৌর আওয়ামী লীগ সেক্রেটারি মোহাম্মদ আলম বাহাদুর, টেকনাফ সরকারি কলেজের সহকারী অধ্যাপক সন্তোষ কুমার শীল, মানসিক রোগীদের তহবিল মারোত এর সভাপতি আবু সুফিয়ান, সহসভাপতি ঝুন্টু বড়ুয়া, আইটি সম্পাদক মোহাম্মদ হোসাইন আমিরী, অর্থ সম্পাদক আজিম উদ্দিন, কার্যনির্বাহী সদস্য মোশাররফ হোসেন ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন এর প্রধানগণ এবং টেকনাফ ব্লাড ডোনারস সোসাইটির দের শতাধিক স্বেচ্ছাসেবক ।
মারোত প্রধান উপদেষ্টা অধ্যাপক সন্তোষ কুমার শীল বলেন কোভিড-১৯ চলাকালিন সময়ে মারোত সদস্যরা ছয়জন মানসিক রোগীকে গোসল করিয়ে দাফনের ব্যবস্থা করেছেন। পাশাপাশি বিভিন্ন দুঘটনায় মারা যাওয়া আরও ১২জনকে একই ভাবে দাফন/সৎকার করা হয়েছে।
মারোত সভাপতি আবু সুফিয়ান বলেন. ২০১৭সালে মারোত প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন সময়ে মানবিক কার্যক্রম চালিয়ে এসেছি। করোনাকালিন সময়ে মানসিক রোগীদের দৈনিক এক বেলা রান্না করা খাবার বিতরণ করার পাশাপাশি মারা যাওয়া ছয়জনকে দাফন /সৎকার করা হয়। এরমধ্যে ২-২৫বছর ধরে পরিবার থেকে বিচ্ছিন্ন হয়েপড়া ৩৫জন নারী-পুরুষকে তাদের নিকটত্মীয়-স্বজনের সঙ্গে যোগাযোগের মাধ্যমে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এই কার্যক্রম চলমান রয়েছে। তিনি টেকনাফে ব্লাড ডোনারস সোসাইটি র এই মহতী উদ্যোগে মারোত এর পক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।