স্টাপ রিপোর্টার:
এবারে শতাব্দী’র ভয়াবহ বন্যায় ছাতকের বুড়াইরগাঁও বাজারের এক ব্যবসায়ি’র দোকানের মালামাল বন্যা’র পানিতে নিমজ্জিত হয়ে প্রায় দশ লক্ষ টাকার ক্ষতি হওয়ার খবর পাওয়া গেছে।
উপজেলার বুড়াইরগাঁও বাজারের মেসার্স সাবরিনা ভেরাইটিজ ট্রেডার্স’র স্বত্তাধিকারী মামুন মিয়া জানান আমার ব্যবসা প্রতিষ্টানে ১শ’৮৫ বস্তা চাউল, ৪শ’৪৭ বস্তা ধান, ২টা ইলেকট্রিক ওজন মিটার বন্যার পানিতে নিমজ্জিত হয়। গত ১৬ জুন এ বন্যার পানি বৃদ্ধি পেয়ে দোকানে প্রবেশ করে। অন্যান্য মালামাল নষ্ট হয়ে ৫/৬ দিন পানিতে ভাসমান থেকে প্রায় ১১ লক্ষ টাকার ক্ষতির পরিমাণ দাড়িয়েছে।
মালিক মামুন মিয়া আরো বলেন, নিজস্ব অর্থায়নে, ব্যাংক ও বে-সরকারি সংস্থার আর্থিক সহযোগিতায় ব্যবসা পরিচালনা করে আসছিলাম। হঠাৎ বন্যা এসে দোকানের মালামাল পানিতে তলিয়ে যাওয়ায় আমি এ ক্ষতিগ্রস্থ হয়েছি। পূনরায় ব্যবসা পরিচালনায় আমার উঠে দাড়ানোর জন্য সরকার’র সহযোগীতা আবশ্যক। তিনি উপজেলার কালারুকা ইউনিয়ন’র গন্ধর্ব পুর গ্রাম’র বাসিন্দা। তিনি হঠাৎ বন্যায় এ ক্ষতিগ্রস্ত হবেন কখনো চিন্তা করেন নি। এখন কি করবেন বেবে পাচ্ছেন না বলে উল্লেখ করেন তিনি।