কক্সবাজারের চকরিয়ার কোনাখালী ইউনিয়নে মুসলিম নিকাহ ও তালাক রেজিস্ট্রার অফিসের শুভ উদ্বোধন করা হয়।
১ জুলাই (শুক্রবার) সন্ধ্যা ৭টার দিকে ইউনিয়নের বটতলী বাজারে নিজ কার্যালয়ে কুরআন তেলাওয়াতের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠানের সূচনা হয়।
বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার কল্যাণ সমিতির কক্সবাজার জেলা সভাপতি কাজী শাহাদাতুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কক্সবাজার ১ (চকরিয়া-পেকুয়া) আসনের সাংসদ আলহাজ্ব জাফর আলম এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কক্সবাজার জেলা আওয়ামীলীগের পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্পাদক আলহাজ্ব কমর উদ্দিন আহমেদ, বাংলাদেশ মুসলিম নিকাহ ও তালাক রেজিস্ট্রার কল্যান সমিতির কক্সবাজার জেলার সাধারণ সম্পাদক কাজী সালাহ উদ্দিন মোঃ তারেক।
উদ্বোধক ছিলেন- কোনাখালাী ইউনিয়ন পরিষদের তিনবারের নবনির্বাচিত চেয়ারম্যান দিদারুল হক সিকদার।
উপস্থিত ছিলেন- বিএম চর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান বদিউল আলম, কাকারা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শওকত হোসেন, কোনাখালী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ইফতেখার বকুল।
এছাড়াও আরো স্থানীয় সমাজ সেবক, ও মুরুব্বীগন উপস্থিত ছিলেন।
চকরিয়া উপজেলার কোণাখালী ইউনিয়নের কাজী হিসেবে-গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয় কর্তৃক নিয়োগ পেয়েছেন মোঃ এরশাদ হোছাইন।
জানতে চাইলে তিনি বলেন, একজন কাজী হিসেবে আমি যথাযত দায়িত্ব পালনে সকলের সহযোগিতা কামনা করছি।