সুন্দরগঞ্জ (গাইবান্ধা) সংবাদদাতাঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জে বাঁশের বেড়া দিয়ে ১৪ পরিবারের যাতায়াত রাস্তা বন্ধ করে দিয়েছে প্রতিপক্ষ। ৭ দিন ধরে পরিবার কয়টি অবরুদ্ধ অবস্থায় রয়েছে। ঘটনাটি উপজেলার শ্রীপুর ইউনিয়নের বোয়ালী গ্রামের মাস্টার পাড়ায় ঘটেছে।
ঘটনাস্থল সূত্রে জানা গেছে, বোয়ালী গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে মোখলেছুর রহমানদের সাথে প্রতিবেশী মৃত মমতাজ আলীর ছেলে আকাব্বর আলী, মৃত ইসাহাক আলীর ছেলে নুরুন্নবী, রুহুল আমীনের ছেলে আসাদুজ্জামানের দীর্ঘদিন ধরে রাস্তা নিয়ে বিরোধ চলে আসছিল। এই বিরোধের জের ধরে গত ২২ জুন প্রতিপক্ষরা রেকর্ডভূক্ত রাস্তার উপর বাঁশের বেড়া দিয়ে এই ১৪ পরিবারের যাতায়াত পথ বন্ধ করে দেয়। ওইদিন থেকে এই ১৪ পরিবার অবরুদ্ধ অবস্থায় বসবাস করছেন। এমনকি এই ১৪ পরিবারের ৬ জন কলেজ ৩ জন মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের ৮ জনসহ মোট ১৭ জন শিক্ষার্থীও প্রতিষ্ঠানে যেতে পারছেনা।
এরআগে গত ফেব্রুয়ারি মাসে একইভাবে প্রতিপক্ষরা তাদের রাস্তা বাঁশের বেড়া দিয়ে বন্ধ করে দিয়েছিল। সে সময় সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান ঘটনাস্থলে গিয়ে বাঁশের বেড়া তুলে দিয়ে তাদের যাতায়াতের সুযোগ করে দেন এবং জমি-জমা নিয়ে কোন সমস্যা থাকলে স্থানীয়ভাবে শালিস বৈঠক ডেকে বসে সমাধানের জন্য তাগিদ দেন বলে ভুক্তভোগিরা জানান।
ইউপি চেয়ারম্যান আজাহারুল ইসলাম মুকুল জানান, বাঁশের বেড়া খুলে দেওয়ার পরে দু’পক্ষকেই স্থনীয়ভাবে বৈঠকে বসার আহবান জানানো হলেও কোন পক্ষই এগিয়ে আসেনি। তবে বাঁশের বেড়া দিয়ে যাতায়াত পথ বন্ধ করা ভাল কাজ নয়।
এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ-আল-মারুফ জানান, অভিযোগ পেলে ব্যাবস্থা নেওয়া হবে।