মোঃ ছাব্বির হোসেন শান্ত,
তিতুমীর কলেজ প্রতিনিধি
মহানবী হযরত মুহাম্মদ (সঃ) কে নিয়ে ভারতের ক্ষমতাসীন (বিজেপি) দলের ২ নেতার অবমাননাকর বক্তব্যের কারনে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা।
আজ শনিবার (১১ জুন) বেলা ১১.৩০ টায় কলজের শহীদ বরকত মিলনায়তনের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে কলেজের মূল ফটকের সামনে গিয়ে মানববন্ধনের মধ্যে দিয়ে প্রতিবাদি এ কার্যক্রম শেষ হয়।
বিক্ষোভে অংশ নেয় কলেজের কয়েক হাজার শিক্ষার্থী।
মানবন্ধন ও বিক্ষোভে অংশ নিয়ে সমাজকর্ম বিভাগের ২য় বর্ষের ছাত্র আরিফ আদনান বলেন, আমাদের প্রিয় মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এমন কটুক্তির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিচ্ছি ।
কেন না ইসলাম হলো মুসলমানদের শান্তির ধর্ম আর আমরা চাই সবাই সবার ধর্ম নিয়ে শান্তিপূর্ণ ভাবে জীবন যাপন করুক । কিন্তু ইসলাম এবং ইসলামের পথপ্রদর্শক আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কূটুকতি ও ভাঝে মন্তব্য আমরা কখনোই মেনে নিব না ।আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বাজে মন্তব্য করা মানি প্রতিটা মুসলমানের কলিজায় ছুরি দিয়ে আঘাত করা ।
উল্লেখ্য, ভারতের ক্ষমতাসীন রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) এর সাবেক মুখপাত্র নুপুর শর্মা এক টেলিভিশন শো-তে অংশ নিয়ে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) সম্পর্কে বিতর্কিত মন্তব্য করেছিলেন। পরে দলটির নয়াদিল্লি শাখার গণমাধ্যম প্রধান নবীন জিন্দালও নুপুর শর্মার মন্তব্যের সমর্থনে টুইট করেন। এতে ক্ষুব্ধ হয়ে বিশ্বের অনেক মুসলিম দেশ প্রতিবাদ জানিয়ে আসছেন। যার ধারাবাহিকতায় তিতুমীর কলেজের শিক্ষার্থীরা এই প্রতিবাদি বিক্ষোভ ও মানববন্ধন করেন।