সাইফুল ইসলাম ,চট্টগ্রাম থেকে ঃ-
পবিত্র রমজান ও আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে ফটিকছড়ি উপজেলার সদর বিবিরহাট কাচা বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্য স্বাভাবিক রাখতে উপজেলা প্রশাসন ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
৩ এপ্রিল রবিবার বিকেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস.এম. আলমগীর। ভ্রাম্যমান আদালত পরিচালনা কালে নিত্যপ্রয়োজনীয় দোকান সমূহে দ্রব্যের মূল্যতালিকা প্রদর্শন না করা, মেয়াদ উত্তীর্ণ দ্রব্য রাখায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এ বিভিন্ন দোকানের ৬টি মামলায় ১৭০০০ টাকা অর্থদন্ড প্রদান করা হয়। অভিযান পরিচালনায় সহায়তা করেছেন ফটিকছড়ি থানা পুলিশ ও আনসার বাহিনীর সদস্য । জনস্বার্থে এ সকল অভিযান অব্যাহত থাকবে।