ঢাকারবিবার , ১১ মে ২০২৫
  1. সর্বশেষ

জৈন্তাপুরে গৃহ বধুর রহস্যজনক মৃত্যু স্বামী ও ভাসুর আটক।

প্রতিবেদক
নিউজ এডিটর
১২ এপ্রিল ২০২২, ২:০০ পূর্বাহ্ণ

Link Copied!

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি :

জৈন্তাপুরে কেন্দ্রী হাওর গ্রামের গৃহবধু নিজ বসত ঘরে অগ্নিদ্বগ্ধ হয়ে মৃত্যু বরণ করেছেন ৷ গৃহবধুর মৃত্যু নিয়ে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রীয়া ৷ মৃত্যুর রহস্য অনুসন্ধানে পুলিশের উদ্বর্ধতন কর্তৃপক্ষ সহ সিআইডি তদন্ত দল মাঠে ৷ এঘটনায় পুলিশ স্বামী ও ভাসুরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে ৷
এলাকাবাসী সূত্রে জানাযায়, ১০ এপ্রিল রোববার দিবাগত রাত অনুমান সাড়ে ৯টায় উপজেলা জৈন্তাপুর ইউনিয়নের কেন্দ্রী গ্রামের ফখরুল মিয়ার ছেলে সাব্বির আহমদের বসত ঘরে অগ্নি সংযোগের ঘটনা ঘটে ৷ এঘটনায় সাব্বির আহমদের স্ত্রী গোয়াইনঘাট উপজেলা মোহাম্মদপুর গ্রামের জাহের মিয়ার মেয়ে জাহানারা আক্তার (২২) অগ্নিদ্বগ্ধ হয় ৷ অগ্নিকান্ডের ঘটনাদেখে স্থানীয়রা এগিয়ে এসে গুরুত্বর অগ্নিদ্বগ্ধ অবস্থায় জাহানারাকে উদ্ধার করে সিলেট এমএজি হাসপাতালে প্রেরণ করা হয় ৷ তার শারিরিক অবস্থার খারাপ হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে দ্রুত ঢাকায় প্রেরণ করেন ৷ ঢাকা নেওয়ার পথে গৃহবধুর মৃত্যু হয়৷
এদিকে ঘটনার সংবাদ পেয়ে জৈন্তাপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে জাহানারার স্বামী সাব্বির আহমদ ও ভাসুর জুবায়ের আহমদকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে৷
এলাকাবাসী নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানান, সাব্বির চোরাকারবার ব্যবসা পরিচালনা করতে গিয়ে ভারতীয় সীমান্ত বাহিনীর হাতে আটক হয়ে ভারতে ২বৎসর কারা ভোগ করে দেশে ফিরে ৷ টাকা পয়সা না থাকায় সে পুনরায় চোরাকারবার ব্যবসা পরিচালনা করতে পারছে না ৷ এনিয়ে স্ত্রীকে চাপদেয় শুশুরবাড়ী হতে টাকা এনে দিতে ৷ এনিয়ে তাদের মধ্যে প্রায় ঝগড়া বিবাদ হতে শুনা যায়৷ এছাড়া সাব্বিরের বড় ভাই জুবায়ের এর সাথে তার স্ত্রীর অবৈধ সম্পর্ক দাবী করে ৷ এই নিয়ে কিছু দিন হতে সংসারিক কলহ চলে আসছে ৷
নিহত জাহানারা বেগমের পিতা জাহের মিয়ার দাবী, টাকার জন্য তার মেয়েকে চাপ দিত সাব্বির৷ টাকা এনে দিতে সম্মতি না হলে তার উপর মিথ্যা অপবাদ দিতে থাকে এবং পেট্রাল দিয়ে পুড়িয়ে মারার হুমকী দিয়ে আসছে ৷ তার প্রেক্ষিতে সাব্বির পরিকল্পিত ভাবে তার মেয়েকে প্রেট্রোল ঢেলে আগুন লাগিয়ে হত্যা করে ৷ তিনি আরও বলেন, একটি ঘরে পরিবার অনেক সদস্য বসবাস করে ৷ এছাড়া রাতের বেলা সবাই ঘরে অবস্থান করবে ৷ কিন্তু সে সময় আমার মেয়ে ও ঘর ছাড়া পরিবারের অন্যান্য সদস্যদের কিছু হয়নি ৷ এঘটনায় হতে তিনি দাবী করেন পরিকল্পিত ভাবে জানাহারাকে অগ্নিদ্বগ্ধ করে হত্যা করেছে ৷ আমি আইনের আশ্রয় নিয়েছি ৷ মেয়ে হত্যার সুষ্ট বিচারের দাবী জানাই ৷
এদিকে ঘটনার সংবাদ প্রাপ্ত হয়ে জৈন্তাপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থল হতে গত রাতেই স্বামী ও ভাসুরকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয় ৷
এদিকে ঘটনার রহস্য উদঘাটন করতে ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশের উদ্বর্তন কর্মকর্তাগণ ৷ এছাড়া সিআইডি বিশেষ টিম রহস্য উদঘাটনের জন্য বিভিন্ন আলামত সংগ্রহ করছে ৷
এবিষয়ে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমদ বলেন, তাৎক্ষনিক ভাবে স্বামী ও ভাসুরকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করি ৷ উদ্বর্তন কর্তৃপক্ষ সহ সিআইডি বিষয়টি তদন্ত করছে ৷ লাশ উদ্ধার করে পোষ্ট মের্টামের জন্য সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে ৷ তবে তদন্ত শেষ হলে বুঝা যাবে দূর্ঘটনায় মৃত্যু নাকি পরিকল্পিত হত্যা ৷ তবে জাহানারার পিতা বাদী হয়ে অভিযোগ করবেন বলে জানান ৷

মো. এম এম রুহেল

149 Views

আরও পড়ুন

সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পূর্ব নির্ধারিত স্হানে দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন

শরণখোলায় বনের রাণী লোকালয়ে! ধরা পড়েও ফিরল নিজ রাজ্যে।

বোয়ালখালীতে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উদযাপিত

কাপাসিয়ায় আওয়ামীলীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ

দক্ষিণ জেলা বিএনপির সাবেক সিনিয়র সদস্য গাফ্ফার চৌধুরীর স্মরনে খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

চট্টগ্রাম বিভাগীয় সমাবেশ সফল করতে সোনাগাজীর তিন ইউনিয়নে তাঁতী দলের প্রস্তুতি মিছিল

মহেশখালীতে আলীগের নেতৃত্বে সুন্নি সমাবেশ।

বিশ্বম্ভরপুরে এক দফা-এক দাবি বাস্তবায়নে ইউএনও মফিজের অপসারণে লং ‘মার্চ ও অবস্থান কর্মসূচি

টেকনাফে পানের বরজে দুটি বস্তা থেকে১৬কোটি টাকার ইয়াবা উদ্ধার

সাগর পথে মিয়ানমারে পাচারকালে৭৪২বস্তা ইউরিয়া সারসহ ট্রলার জব্দ,আটক-১১

দেশসেরা পিটিআই সুপারিনটেনডেন্ট রফিকুল ইসলাম তালুকদার

স্ক্যাবিস: প্রতিরোধে জনসচেতনতা প্রয়োজন