সাইফুল ইসলাম
আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে ফটিকছড়ি উপজেলার বিবিরহাট ও নাজিরহাট বাজারের ঈদের কেনাকাটা নির্বিঘ্ন করতে ও মার্কেট সংশ্লিষ্ট রাস্তায় যানজট দূরীকরণে উপজেলা প্রশাসন কর্তৃক ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।
শুক্রবার (২৯ এপ্রিল) বিকেলে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস.এম. আলমগীর।
ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে বাজারের রাস্তাসমূহে যত্রতত্র মোটরসাইকেল, রিক্সা, অটোসহ বিভিন্ন যানবহন পার্কিং ও ব্যবসায়ী কর্তৃক দোকানের নির্ধারিত জায়গার বাইরে ফুটপাত দখল করে যানজট না করতে সতর্ক করা হয়।
অভিযান পরিচালনায় সহয়তা করেছেন ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ কাজী মাসুদ ইবনে আনোয়ার ও তাঁর সঙ্গীয় ফোর্স ।