বোয়ালখালী (চট্টগ্রাম) সংবাদদাতা :
বোয়ালখালী উপজেলা নির্বাহী অফিসার নাজমুন নাহার বলেছেন, আত্ম-মানবতার সেবায় শিক্ষার্থীদের নিয়োজিত করতে স্কাউটিংয়ের ভূমিকা অপরিসীম। একজন শিক্ষার্থীকে শৃঙ্খলা আর নৈতিকতা শিক্ষাদানে স্কাউটিং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি কোমলমতি শিক্ষার্থীদের শারীরিক, মানসিক বিকাশ ও নৈতিকতার শিক্ষালাভের জন্য স্কাউটিং কার্যক্রমের সাথে সম্পৃক্ত করার আহবান জানান। আজ বৃহস্পতিবার বাংলাদেশ স্কাউটস বোয়ালখালী উপজেলার ষোড়শ বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গোমদণ্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মঈনুল আবেদীন নাজিমের সভাপতিত্বে ও উপজেলা স্কাউটস’র সম্পাদক জানে আলমের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাহমিনা আকতার, উপজেলা শিক্ষা অফিসার মো. তরিকুল ইসলাম, সহকারী উপজেলা শিক্ষা অফিসার শাহেদা বেগম, বিকাশ ধর, শাহরিয়ার সুলতানা, জেলা স্কাউটস’র কমিশনার মো. আক্তার হোসেন, সম্পাদক পীযুষ কুমার দে, এন. মোহাম্মদ গ্রুপের ব্যবস্থাপক (এডমিন এন্ড এইচআর) মো. আবদুল ওয়াদুদ, উপজেলা স্কাউটস’র সহ সভাপতি মো. আলী, রেজাউল করিম, জসীম উদ্দীন তালুকদার, শওকত হোসেন, কমিশনার বিশ্বজিৎ বড়ুয়া প্রমুখ। এতে আরো উপস্থিত ছিলেন উপজেলা কাব লিডার মো. ফারুক ইসলাম, উত্তম কুমার বিশ্বাস, নুরুল কবির, মো. ওসমান, স্কাউটার হোসাইন মাহমুদ প্রমুখ।