ঢাকামঙ্গলবার , ২৩ এপ্রিল ২০২৪
  1. সর্বশেষ
  2. খেলাধুলা

আমি বিসিবি প্রেসিডেন্ট হলে বাংলাদেশ শীর্ষ দুই দলের একটা হতো : কাজী সালাউদ্দিন

প্রতিবেদক
নিউজ এডিটর
১০ এপ্রিল ২০২১, ১:৪৫ অপরাহ্ণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদকঃ

টানা চতুর্থবারের মতো বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন কাজী সালাউদ্দিন। দেশের সাবেক এই ফুটবল সুপারস্টার কিন্তু বাফুফে প্রেসিডেন্ট হিসেবে ব্যাপকভাবে সমালোচিত। তারপরেও তিনিই বারবার প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হচ্ছেন। কে দেওয়া এক সাক্ষাতকারে কাজী সালাউদ্দিন বলেছেন, তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হলে বাংলাদেশকে বিশ্বের সেরা দুই দলের একটিতে পরিণত করতেন।

ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হলে কী করতেন- এমন প্রশ্নের জবাবে বাফুফে সভাপতি সালাউদ্দিনের জবাব, ‘আমি যদি ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হতাম, তাহলে দেয়ার ইজ সেভেনটি পার্সেন্ট চান্স, আমরা বিশ্বের টপ দুইটা টিমের একটা হতাম। কারণ কমপিটিশন নেই, আর টাকারও অভাব নাই।’ তবে বিসিবি প্রেসিডেন্ট হওয়ার ইচ্ছা নেই জানিয়ে তার বক্তব্য, ‘নো, নো, আই অ্যাম অ্যা ফুটবলার। ফুটবলই আমার জীবন। আপনারা আমাকে ভালো-খারাপ যা-ই বলেন, আমি জানি, আমাকে সবচেয়ে আদর করে কারেন্ট ফুটবলাররা।

427 Views

আরও পড়ুন