ঢাকারবিবার , ১১ মে ২০২৫
  1. সর্বশেষ
  2. আন্তর্জাতিক

মারা গেছেন ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট জ্যাক শিরাক

প্রতিবেদক
নিউজ ভিশন
২৬ সেপ্টেম্বর ২০১৯, ৬:০০ অপরাহ্ণ

Link Copied!

ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট জ্যাক শিরাক

আন্তর্জাতিক ডেস্ক
ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট জ্যাক শিরাক ৮৬ বছর বয়সে মারা গেছেন। দুই মেয়াদে দায়িত্ব পালন করা এই প্রেসিডেন্টের আমলেই ফ্রান্সে চালু হয়েছে ইউরোপের একক মুদ্রা ইউরো। তার সময়ে আরও এক সংস্কারের অংশ হিসেবে প্রেসিডেন্টের মেয়াদ সাত বছর থেকে কমিয়ে পাঁচ বছর করা হয়। ২০০৩ সালে যুক্তরাষ্ট্রের ইরাক আগ্রাসনের প্রকাশ্য বিরোধিতা করে আন্তর্জাতিক রাজনীতিতে তিনি স্মরণীয় হয়ে আছেন বলে মনে করেন অনেকে।

১৯৩২ সালের ২৯ নভেম্বর জন্মগ্রহণ করেন জ্যাক শিরাক। পড়াশোনা শেষ করে একজন উচ্চপদস্থ সরকারি কর্মচারী হিসেবে তিনি কর্মজীবন শুরু করেন। এরপর রাজনীতিতে যোগ দিয়ে ক্ষমতার শীর্ষে আরোহন করেন। প্রথমবার ১৯৯৫ সালে এবং দ্বিতীয়বার ২০০২ সালে প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে ২০০৭ সাল পর্যন্ত টানা প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন। এর আগে প্রায় ১৮ বছর রাজধানী প্যারিসের মেয়রের দায়িত্বও সামলেছেন তিনি। ফ্রান্সের কৃষিমন্ত্রী, প্রধানমন্ত্রীর দায়িত্বও পালন করেছেন তিনি।

গত কয়েক বছর ধরে স্মৃতি হারানোর সমস্যায় ভুগছিলেন ফ্রান্সের এই সাবেক প্রেসিডেন্ট। দায়িত্ব পালনের সময় একবার ছোটখাটো স্ট্রোক ও আলঝেইমারে ভোগার সঙ্গে এই স্মৃতি হারানোর সংশ্লিষ্টতা রয়েছে বলে ধারণা করা হয়।

বৃহস্পতিবার জ্যাক শিরাকের মৃত্যুর ঘোষণা দেন তার জামাতা ফেডেরিক সালাত বারুয়াক্স। ফরাসি বার্তা সংস্থা এফপিকে জানান, আজ সকালে ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে শান্তিতে মৃত্যুবরণ করেন জ্যাক শিরাক।

374 Views

আরও পড়ুন

শরণখোলায় বনের রাণী লোকালয়ে! ধরা পড়েও ফিরল নিজ রাজ্যে।

বোয়ালখালীতে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উদযাপিত

কাপাসিয়ায় আওয়ামীলীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ

দক্ষিণ জেলা বিএনপির সাবেক সিনিয়র সদস্য গাফ্ফার চৌধুরীর স্মরনে খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

চট্টগ্রাম বিভাগীয় সমাবেশ সফল করতে সোনাগাজীর তিন ইউনিয়নে তাঁতী দলের প্রস্তুতি মিছিল

মহেশখালীতে আলীগের নেতৃত্বে সুন্নি সমাবেশ।

বিশ্বম্ভরপুরে এক দফা-এক দাবি বাস্তবায়নে ইউএনও মফিজের অপসারণে লং ‘মার্চ ও অবস্থান কর্মসূচি

টেকনাফে পানের বরজে দুটি বস্তা থেকে১৬কোটি টাকার ইয়াবা উদ্ধার

সাগর পথে মিয়ানমারে পাচারকালে৭৪২বস্তা ইউরিয়া সারসহ ট্রলার জব্দ,আটক-১১

দেশসেরা পিটিআই সুপারিনটেনডেন্ট রফিকুল ইসলাম তালুকদার

স্ক্যাবিস: প্রতিরোধে জনসচেতনতা প্রয়োজন

বিশ্বম্ভরপুরে ইউএনও এর বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের প্রতিবাদে সাংবাদ সম্মেলন