ঢাকাশুক্রবার , ২৯ মার্চ ২০২৪
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

কুবির প্রথম সমাবর্তনের রেজিষ্ট্রেশন শুরু হতে পারে আগামী সপ্তাহে

প্রতিবেদক
নিউজ এডিটর
১৯ সেপ্টেম্বর ২০১৯, ৯:২০ অপরাহ্ণ

Link Copied!

সোহাগ মনি, কুবি প্রতিনিধি :

পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থীদের স্বপ্ন থাকে সমাবর্তনের মাধ্যমে উচ্চশিক্ষার মূল সনদপত্র হাতে পাওয়া। প্রতিষ্ঠার ১৩ বছর পার হলেও এ স্বপ্ন এখনও পূরণ হয়নি কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) থেকে পাশ করা শিক্ষার্থীদের। বিশ্ববিদ্যালয় প্রশাসন আশাবাদ ব্যক্ত করেছেন আগামী বছরের (২০২০) প্রথমদিকে সমাবর্তন আয়োজন করার। আশ্বাস থাকলেও সমাবর্তনকে ঘিরে দৃশ্যমান কোনো কার্যক্রম না থাকায় হতাশা বিরাজ করছে বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের মাঝে। বিশ্ববিদ্যালয়ের প্রথম ব্যাচের শিক্ষার্থী সাইফুর রহমান সুমন সমাবর্তন নিয়ে তার ভাবনা জানাতে গিয়ে বলেন, ‘সমাবর্তনের জন্য দীর্ঘদিন ধরেই অপেক্ষার প্রহর গুনছি। প্রথম ব্যাচ হিসেবে আমাদের অপেক্ষার সময়টাও বেশ দীর্ঘ হচ্ছে। আশা করছি বিশ্ববিদ্যালয় প্রশাসন শীঘ্রই সমাবর্তন আয়োজনে পদক্ষেপ নিবে।’ আশ্বাস অনুযায়ী সমাবর্তনের আর মাত্র ৫ মাস বাকী। তবে এ নিয়ে এখনো পর্যন্ত কোনো ধরণের দৃশ্যমান প্রস্তুতি নেই। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কি তাহলে ব্যর্থ হচ্ছে সমাবর্তন আয়োজনে-এমন প্রশ্নই শিক্ষার্থীদের মুখে। জানতে চাইলে সমাবর্তন আয়োজক কমিটির আহ্বায়ক ড. এ. কে. এম রায়হান উদ্দিন জানান, ‘সমাবর্তন আয়োজনের যত ধরনের প্রস্তুতি প্রয়োজন তা আমরা ধারাবাহিকভাবে গ্রহণ করছি। আগামী সপ্তাহেই রেজিষ্ট্রেশন প্রক্রিয়া শুরু করতে পারবো বলে আমরা আশাবাদী। ইতোমধ্যেই মহামান্য রাষ্ট্রপতি বরাবর সময় চেয়ে চিঠি পাঠানো হয়ে গিয়েছে।’ এছাড়াও তিনি আরো জানান, ‘ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে সমাবর্তন আয়োজনের পরিকল্পনা বিশ্ববিদ্যালয় প্রশাসনের। এ নিয়ে ২১ টি উপকমিটির দফায় দফায় সভা চলছে। শিক্ষার্থীদের মূল সনদপত্র তৈরির জন্য যাবতীয় উপকরণ ক্রয়ের নির্দেশনাও চলে এসেছে।’ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) ড. আবু তাহের বলেন, ‘সমাবর্তনের কাজে ধীরগতি ছিলো এতোদিন, তবে থেমে থাকেনি। আগামী ফেব্রুয়ারিতে আমরা যেভাবেই হোক করতে পারবো বলে আশা রাখি।’ উল্লেখ্য, ২০১৮ সালের অক্টোবরে বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের সাথে এক মতবিনিময় সভায় উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী ২০১৯ সালের ফ্রেব্রুয়ারি কিংবা অত্র বছরের শেষের দিকে সমাবর্তন আয়োজনের আশ্বাস দিয়েছিলেন।

131 Views

আরও পড়ুন

চমেক হাসপাতাল থেকে ছাড়িয়ে ওঝার কাছে, সাপে কাটা যুবক

নওগাঁর পত্নীতলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরী সেবা প্রদানের জন্য এ্যামবুলেন্স প্রদান

র‍্যাবের ২৪ ঘন্টা অভিযানে ধর্ষন মামলার আসামী সেলিম গ্রেফতার

নকলায় পৃথক ঘটনায় দুই জনের মৃত্য

কক্সবাজারের রামুতে ছুরিকাঘাতে নিহত কৃষকলীগ নেতা নাজেম হত্যাকান্ডের ঘটনায় আটক ২

গার্ডিয়ান পাবলিকেশন্স’র কর্ণধার নূর মোহাম্মদ গ্রেপ্তার

চকরিয়ার নবাগত সহকারী কমিশনার ভূমি এরফান উদ্দিন

চকরিয়া প্রেসক্লাবের ইফতার মাহফিল সম্পন্ন
সাংবাদিকরাই পারে মানুষের আশার প্রতিফলন করতে- সাংসদ সৈয়দ মুহাম্মদ ইবরাহীম 

“বদর দিবস” এর ইতিহাস, শিক্ষা ও তাৎপর্য

মাইশা আক্তার নিশিলার কবিতা “আসক্ত মেঘকণ্যা”

বোয়ালখালীর ৬টি দুস্থ পরিবারে এম এ হাশেম ফাউন্ডেশনের ঘর হস্তান্তর

” আনজুমনে নওজোয়ান ” বায়তুশ শরফ আদর্শ কামিল মাদরাসা শাখার অনুমোদন