ঢাকাশুক্রবার , ১১ জুলাই ২০২৫
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

আমি নেতা নই আমি কর্মী- পরিকল্পনা মন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান এম পি

প্রতিবেদক
নিউজ ভিশন
২৭ সেপ্টেম্বর ২০১৯, ১০:০৪ অপরাহ্ণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক

উপরোক্ত কথাগুলো বলেন বাংলাদেশ সরকারের পরিকল্পনামন্ত্রী আলহাজ্জ্ব এম এ মান্নান এমপি। তিনি বলেন- আমি নেতা হয়ে নয়, মন্ত্রী হিসেবে নয় জীবনের শেষ দিন পর্যন্ত আপনাদের একজন সেবক হিসেবে সেবা করে যেতে চাই। আমার প্রতিপত্তি ধন সম্পদের কোন প্রয়োজন নাই। মাননীয় প্রধানমন্ত্রী হাওরবাসীর উন্নয়নে খুবই আন্তরিক। যার দরুণ দক্ষিণ সুনামগঞ্জ ও জগন্নাথপুরের নলকূপ ও স্যানিটেশন সমস্যা দূরীকরণের জন্য ১০০ কোটি টাকা বরাদ্ধ দিয়েছেন।
তিনি আরো বলেন- নিরাপদ পানির কষ্ট আমি বুঝি। নিরাপদ পানির অভাবে আর কলেরায় আমার অনেক আত্মীয় স্বজন মারা গেছেন। আমি নিজেও কষ্ট পেয়েছি। আর কোন মানুষ যাতে নিরাপদ পানির অভাবে কষ্ট না পায় সে জন্য নলকূপ ও স্যানিটেশন দেয়া হচ্ছে। কাউকে কষ্টে রাখা হবেনা। নিরাপদ নলকূপ ও স্যানিটেশনের পাশাপাশি আরও অনেক বড় বড় প্রকল্প গ্রহণ করা হচ্ছে। শীঘ্রই ১৩০০ কোটি টাকা ব্যয়ে দিরাই রাস্থা সংলগ্ন বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালের কাজ শুরু হবে। তাছাড়া কৃষি বিশ্ববিদ্যালয় হবে, রাস্থা ঘাট, ব্রীজ কালভার্ট কোন কিছুর অভাব রাখা হবেনা। কত কিছু যে হবে চিন্তা করা যাচ্ছে না শুধু একটাই অনুরুধ আপনারা বিভ্রান্ত হবেন না।
তিনি আরও বলেন, আওয়ামীলীগ সরকারের নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছিল বলেই আমরা শত বছরের গোলামী থেকে মুক্তি পেয়েছি। তা না হলে আমরা এখনো পরাধীন থাকতাম, তাদের অত্যাচার সহ্য করতাম। জননেত্রী শেখা হাসিনার সরকার উন্নয়নের রোল মডেল। দেশে আওয়ামীলীগ সরকারের উন্নয়নের যে জোয়ার শুরু হয়েছে তা সব সময় অব্যাহত থাকবে। কারণ আমরা উন্নয়নের রাজনীতি করি। জনগণের সেবার রাজনীতি করি।
শুক্রবার সকাল ১১ ঘটিকায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজেন “ স্যানিটেশনের অভ্যাস করি, সুস্থ সবল বাংলাদেশ গড়ি, পান করলে নিরাপদ পানি, সুস্থ থাকবো সবাই জানি ” এই স্লোগানকে ধারণ করে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় নিরাপদ পানি সরবরাহ ও স্যানিটেশন ব্যবস্থা উন্নয়ন প্রকল্পের আওতায় হতদরিদ্র পরিবারের মাঝে ৫০ কোটি টাকা ব্যয়ে ৪ হাজার গভীর নলকূপ স্থাপনের প্রথম পর্যায়ে উপজেলার দরগাপাশা ও পশ্চিম বীরগাঁও ইউনিয়নের ৫শত হতদরিদ্র পরিবারের মাঝে নলকূপ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথীর বক্তব্যে পরিকল্পনা মন্ত্রী এসব কথা বলেন।
অনুষ্ঠানে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ সফি উল্লাহর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) মোঃ মোখলেসুর রহমান, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফারুক আহমদ। স্বাগত বক্তব্য রাখেন দক্ষিণ সুনামগঞ্জ ও জগন্নাথপুরের জনস্বাস্থ্য প্রকৌশলী আব্দুর রউফ সরকার।
এসময় উপস্থিত ছিলেন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান দোলন রানী তালুকদার, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাজী আব্দুল হেকিম, সিনিয়র সহ-সভাপতি হাজী তহুর আলী, সাধারণ সম্পাদক আতাউর রহমান, জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, পরিকল্পনামন্ত্রী এর পিএস হুমায়ুন কবির, ওসি তদন্ত আসাদুজ্জামান হাওলাদার, জেলা পরিষদ সদস্য জহিরুল ইসলাম জহুর, জয়কলস ইউপি চেয়ারম্যান মোঃ মাসুদ মিয়া, দরগাপাশা ইউপি চেয়ারম্যান মোঃ মনির উদ্দিন, পাথারিয়া ইউপি চেয়ারম্যান আমিনুর রশীদ আমিন, পশ্চিম বীরগাও ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম ও পূর্ব পাগলা ইউপি চেয়ারম্যান আক্তার হোসেন সহ আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিকবৃম্দ, উপকারভোগীবৃন্দ প্রমুখ।

309 Views

আরও পড়ুন

দাখিল পরীক্ষায় দ্বিতীয় স্থান: তা’মীরুল মিল্লাত টঙ্গী শাখার সাফল্য ও হতাশা একসাথে

আজ এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল

১৪ জুলাই পাবলিক হল ময়দানে ইসলামী আন্দোলন বাংলাদেশের বিশাল জনসভা

ইসলামী ছাত্রশিবির নীলফামারী শহর শাখার নতুন দায়িত্বে যারা

টেকনাফে মিনি ড্রাম-ট্রাকে মিললো৫০হাজার ইয়াবা,আটক-২

মহাসড়কে দুর্ঘটনা রোধে সমন্বিত সচেতনতামূলক মতবিনিময় সভা

গাজীপুরে বিএনপি নেতা সাথী বহিষ্কার ও গ্রেফতার সমীকরণে : নিরব ক্ষোভে তৃণমূলের নেতাকর্মীরা

কাপাসিয়ায় খাল বিলে অভিযান চালিয়ে ২৫ টি ম্যাজিক চাই ও জাল পুড়িয়ে ধ্বংস

মাদারীপুর জেলা জাতীয় সাংবাদিক সংস্থার উদ্যোগে সাগরকন্যা কুয়াকাটা ভ্রমণ

কেরোয়ার একমাত্র রাস্তাটি আজ জনভোগান্তির প্রতীক

টেকনাফে বিজিবি অভিযানে৮১হাজার৩৫৫পিস ইয়াবা ও নগদ টাকাসহ স্ত্রী আটক,স্বামী পলাতক

গর্জনিয়া কচ্ছপিয়া নদী ভাঙ্গন পরিদর্শনে সাবেক এমপি কাজল