———–
তোমার প্রতি এ শূন্যতা পূরন হবার নয়
তোমার অদৃশ্যতা হারিয়েছে অনেক কিছু
কেন নিলে না আমায় তোমার সাথে?
তুমি না বলতে মরতে হয় এক সাথে মরব?
কই কথা তো রাখলে না?
আমার চারিদিকে খা খা করছে তোমার শূন্যতা
এখন তো আমার কেউ রইল না
খেয়েছ?ক্লাসে গেছিলা?শরীরটা কেমন লাগছে?এসব এখন কে বলবে আমাকে?
তূর্ণা তুমি কি পারতে না এমন টা না করতে?
অনলাইনের সবুজ বাতি তো আর জ্বলবে না!
কি ভাবছ? আমি কান্না করছি?
না না বড়ই বোকা তুমি। আমার চোখে তো জল নেই।উত্তপ্ত মরুভূমির বালুকণা কেড়ে নিয়েছে আমার চোখের জল
তুমি অনিবার্য সত্য
নিঃসঙ্গতা তোমার জন্য
ভালো থেকে ওপারে
——
তারেক