ছন্দঃস্বরবৃত্ত
মাত্রাঃ৪+৪+৪+২/
মুখের ভাষা কেড়ে নিতে
ওরা যখন চায়,
বাংলা মায়ের দামাল ছেলে
রেগে ত্যাড়ে যায়।
আমার দেশে মায়ের ভাষায়
কথা বলতে বাঁধা,
এমন সাহস পেলি কোথায়
ওরে হারামজাদা!
ভাষার লাগি কৃষক শ্রমিক
ক্ষুদ্ধ দিনমজুর,
জীবন বাজি করতে কেহ
করল না কসুর।
বুকের তাজা রক্ত দিয়ে
রাখল ভাষার মান,
রফিক সালাম কত জনে
করল জীবন দান।
যাদের ত্যাগে পেলাম মোরা
কথার অধিকার,
তাদের প্রভু দাও খুলে দাও
জান্নাতেরি দ্বার।