মুহাম্মদ সরোয়ার আজম, রাঙ্গুনিয়া দক্ষিণ প্রতিনিধিঃ
রাঙ্গুনিয়া উপজেলার মরিয়মনগর ইউনিয়নের রশিদিয়া পাড়া মদিনার ফুল যুব উন্নয়ন সংঘের উদ্যোগে পবিত্র মিলাদুন্নবী (সাং) উদযাপন উপলক্ষ্যে বুধবার (১৪ নভেম্বর) বিনামূল্যে প্রায় ২০০ জনের রক্তের গ্রুপ নির্নয় করা হয়।
এতে উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া মডার্ন ব্লাড ডোনেশন ক্লাবের প্রতিষ্ঠাতা এডমিন মুহাম্মদ সরোয়ার আজম, লুৎফা আকতার রুপা, মডারেটর এস এম রবিউল হোসেন, মুবিনুল হক বাবর, এহছানুল হক রাকিব, এমরান হোসাইন,অভি,তারেক, নেজাম উদ্দীন, মোবারক,সালমা আকতার, হামিদা আরজু, টুম্পা, রাঙ্গুনিয়া ব্লাড ব্যাংকের এডমিন হাবিবুর রহমান, আবু বক্কর রাহাত,জাহেদুল ইসলাম মানিক, সাজ্জাদ হোসাইন জিহাদ,ফয়সাল প্রমুখ।