————————-
আমি আমার রাজ্যপটে বসে নাড়াই লাটাই
আমার নদে এখন আর নেই কোনো ভাটা-ই।
নেই কারও জন্য অপেক্ষা
নেই কোনো প্রতিবন্ধকতা কোনো সীমারেখা।
আমি মুক্ত স্বাধীন
নই কারো অধীন
স্বীয় আসনে আসীন ।
আমি আজ সবিতা
আমার রাজ্যে আমি আর কবিতা।
উভয়ই স্বাধীন গতিময়
উভয়ই উজ্জ্বল জ্যোতিময়।
আমার রাজ্যপটে নেই কোনো আঁধার
নেই কারও জন্য অপেক্ষা আমার আর কবিতার।
আমরা কারও অধীনে না থেকে শাসন করি দুনিয়া
সত্য স্বপ্ন উভয়ের চোখে মিথ্যা-মেকি ফেলিয়া।
লেখক ঃ মুহাম্মদ হাসান মাহমুদ ইলিয়াস
শিক্ষার্থী,দর্শন বিভাগ,ঢাকা বিশ্ববিদ্যালয় .