একটি পত্র লিখতে গিয়ে
দশটি বানান ভুল,
ডিগ্রি পড়ে ইতিহাস নিয়ে
পড়ায় এখন ভূগোল।
কোটাতে তার চাকরি হলো
মেধার নাই যাচাই,
মেধাবী ছাত্র হাসির পাত্র
চাকরি তার নাই।
চাকরির আশায় ঘুম নষ্ট
চিন্তায় নষ্ট দেহ,
যোগ্যতা আছে তবুও যে
দেখার নাই কেহ্।
জমি জমা বিক্রি করে
করছে লেখা পড়া,
কোটা পদ্ধতি এসে এবার
করলো দিশেহারা ।
আছে যত বেকার সন্তান
তাদের দিয়ে সম্মান,
কোটা সংস্কার চাই আমি
চাই মেধাবীর মান।