রিয়াজ মুহাম্মদ শাকিল,(চৌফলদন্ডী,কক্সবাজার):
বঙ্গোপসাগরে জীবিকার তাগিদে মৃত্যু ভয়কে পরোয়া না করে মাছ ধরতে যায় কক্সবাজার উপকূলের জেলেরা।মাছ ধরতে গিয়ে সেই মাছ নিয়ে সুস্থ ভাবে ফিরা হলো না প্রায় শতাধিক জেলের।
মাছ ধরতে গিয়ে বিপদ সংকেতের খবর পেয়ে তীরে চলে আসার সময় ঝড়ের কবলে পড়ে ডুবে যায় তেরোটি ট্রলার। এই ট্রলার ডুবিতে ১ জন নিহত ও শতাধিক আহত হয়েছে।নিহত ব্যক্তি হলেন চৌফলদন্ডীস্থ, দক্ষিণ পাড়ার মৃত অছিউর রহমানের পুত্র জনাব আব্দু শুক্বুর। আহতদের উদ্ধার করা গেলেও এই পর্যন্ত ৩ জন নিখোঁজ রয়েছে বলেও ধারণা করা হচ্ছে। তবে নিখোঁজ ও হতাহতের সংখ্যা আরো বাড়ার সম্ভাবনা রয়েছে ।
আহতদের কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ডুবে যাওয়া ট্রলারের সবাই কক্সবাজার জেলার চৌফলদন্ডী ইউনিয়নের বলে জানা গেছে।
ট্রলার চলাচলে আরো সতর্ক হলে এমন দূর্ঘটনা থেকে মুক্তি মিলতে পারে বলে মনে করছেন স্থানীয়রা।