ডি এইচ মনসুর :
অানোয়ারায় গোপন সংবাদের ভিত্তিতে এ এস অাই রেজাউল করিম মামুন ও এস আই মোহাম্মদ হাফিজ এবং সঙ্গীয় ফোর্স সহ আনোয়ারা উপজেলার বারশত ইউনিয়নের চালিতাতলী গ্রামের মৃত নুর হোসেন পুত্র মোহাম্মদ অাব্দু ছাত্তার ( ৩৭)কে ২২ লিটার দেশীয় তৈরী চোলাই মদ সহ আটক করা হয়। নিজ বসত ঘর হতে অাটক করা হয়। এ এস অাই রেজাউল করিম মামুন বলেন গত রান সাড়ে নয়টার সময় গোপনে খবর পেয়ে তাকে অামরা চালিয়াতলির অাহমদুর রহমান সওদাগরের দোকানের উত্তর পাশে থেকে তাকে গেপ্তার করতে সক্ষম হয়।
অানোয়ারায় ২২ লিটার দেশীয় তৈরী চোলাই মদ সহ আটক ০১
