ডি এইচ মনসুর :
অানোয়ারা উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে এ এস অাই রেজাউল করিম মামুন, এস আই মো: হাফিজ ও এ এস আই মন্জুরুল দীর্ঘ অভিযান চালিয়ে তাকে গেপ্তার করেন। জানায় গেপ্তারকৃত ব্যাক্ত আনোয়ারা উপজেলার বটতলী ইউনিয়নের নুর পাড়ার মৃতঃ জাকির হোসেন পুত্র মো: জয়নাল অানেদীন(৩০)। তার কাছ থেকে ২০৪ পিচ ইয়াবা জব্দ করা হয়। এ এস অাই রেজাউল করিম মামুন জানান আটক ব্যাক্তি দীর্ঘদিন থেকে এই ব্যাবসা ছালিয়ে অাসতেছে।অামরা গোপনে খবর পেয়ে তাকে গেপ্তার করতে সক্ষম হয়।