আশরাফুর রহমান রাহাত, জামালপুর প্রতিনিধি:
জামালপুর জেলা প্রশাসন ও বিআরটি’র যৌথ উদ্যোগে শহরে বকুলতলায় সকালে চলাচলরত অবৈধ ইজিবাইকের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো: আবু আব্দুল্লাহ খান, মো: নজরুল ইসলাম, বিআরটিএ সহকারী পরিচালক তন্ময় কুমার ধর, মোটরযান পরিদর্শক বেলাল হোসেন ও সদর থানার পুলিশ উক্ত অভিযান পরিচালনা করেন।
অভিযানে ১৬ টি অটোবাইক জব্দ করে জামালপুর সদর থানায় পাঠানো হয়। ৮ জন ইজিবাইকের মালিকের নিকট থেকে ৪ হাজার টাকা অর্থদন্ড আদায় করা হয়। জেলা প্রশাসন ও বিআরটিএ জানায় এই অভিযান চলমান থাকবে।